সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কনভয়ের বিলাসবহুল গাড়িতে বিস্ফোরণ। মস্কোয় লুবিয়াঙ্কায় রাশিয়ার গুপ্তচর সংস্থা এফএসবি-র সদর দফতরের অদূরেই ঘটে এই দুর্ঘটনা। বিস্ফোরণের পর আগুনে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। সম্প্রতি পুতিনের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এর ঠিক পরই এই বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নেমেছে মস্কোর গোয়েন্দা বিভাগ।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রের খবর, গত শনিবার মস্কোর রাস্তায় ঘটে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রায় ২লক্ষ ৭৫হাজার পাউন্ডের বিলাসবহুল এক লিমোজিন গাড়ি আগুনে জ্বলছে। সাদা ধোঁয়ায় ঢেকে গিয়েছে রাস্তা। দমকলকর্মীরা তখন ঘটনাস্থলে পৌছননি, স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। জানা যাচ্ছে, গাড়িটি রাশিয়ার প্রেসিডেন্টের সম্পত্তি ব্যবস্থাপনা দফতরের অধীনে ছিল বলে জানা যাচ্ছে। তবে কীভাবে গাড়িটিতে আগুন লাগল তা স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তবে এই দুর্ঘটনাকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না রুশ প্রশাসন। এর পিছনে বড় কোনও ষড়যন্ত্রের সম্ভাবনা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই গোটা ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে ক্রেমলিন। পাশাপাশি এই ঘটনায় বৈদেশিক ষড়যন্ত্রের সম্ভাবনাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কারণ গত ২৬ মার্চ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুতিনের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।
ইউরোপীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শীঘ্রই মারা যাবেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের অবসান ঘটতে পারে। জেলেনস্কির সেই বক্তব্যের পরই এই দুর্ঘটনাকে দুয়ে দুয়ে চার করছে ওয়াকিবহাল মহল। পুতিনকে টার্গেট করে এটা পরিকল্পিত ‘হামলা’, নাকি নিছক দুর্ঘটনা তার তদন্তে নামল গোয়েন্দা বিভাগ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.