সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বৃহস্পতিবার, লাহোরে ঘটা এক বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জনের। আহত শতাধিক। পাক প্রশাসন সূত্রে খবর, একটি জেনারেটরে বিস্ফোরণটি ঘটে। ইতিমধ্যে, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সেনার বম্ব স্কোয়াড ও ফরেনসিক টিম। তবে এখনও বিস্ফোরণের সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছেন এক পাক আধিকারিক। পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। চলছে তল্লাশি অভিযান। তবে বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, মঙ্গলবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাড্ডা জেলার স্থানীয় একটি আদালতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় এক আইনজীবী-সহ পাঁচ জন নাগরিকের মৃত্যু হয়েছিল। পাশাপাশি নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছিল হামলাকারী তিন জঙ্গিও। এছাড়া আহত হয়েছিলেন ১৫ জন। ঘটনার দায় স্বীকার করেছিল জামাত-উল-আহরার। সম্প্রতি, পাকিস্তানে বেশ কয়েকটি বিস্ফোরণে মারা গিয়েছে প্রায় ১৩০ জন ব্যক্তি। তালিবান সমর্থিত জেহাদি সংগঠনগুলি এই হামলা করছে বলে মনে করা হচ্ছে।
গত শনিবার, সিন্ধপ্রদেশের সুফি দরগায় ঘটা এক ভয়াবহ আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৮০ জন নিরীহ লোক। এরপরই শুক্রবার পাক সেনা পাক-আফগান সীমান্তে খাইবার অঞ্চলে অভিযান চালিয়ে নিকেশ করে প্রায় ১০০ জঙ্গিকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.