সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কের (Turkey) পার্লামেন্টের বাইরে বিরাট বিস্ফোরণ। বিস্ফোরণে দুই পুলিশ অফিসার গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বিস্ফোরণের পাশাপাশি গুলিও চলেছে বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণকে জঙ্গি হামলা বলে জানিয়েছে সেদেশের প্রশাসন।
রবিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে ওঠে তুরস্কের রাজধানী আঙ্কোরায় অবস্থিত পার্লামেন্ট সংলগ্ন অঞ্চল। ভবনের মূল ফটকের খুব কাছে ওই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গিয়েছে। তুরস্কের আভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, দুজন হামলাকারী একটি গাড়ি করে ঘটনাস্থলে হাজির হয়। তাদের মধ্যে একজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটালেও অন্যজনকে ধরে ফেলা সম্ভব হয়েছে। তার শরীরে লাগিয়ে রাখা বিস্ফোরককে নিষ্ক্রিয় করে দেওয়া হয়।
প্রসঙ্গত, রবিবার হলেও এদিন তুরস্কের পার্লামেন্টে (Turkey parliament) অধিবেশন ছিল। ঠিক তার আগেই ঘটে যায় বিস্ফোরণ। অধিবেশনে বক্তব্য পেশ করার কথা ছিল তুরস্কের প্রেসিডেন্টের। স্বাভাবিক ভাবেই এমন জঙ্গি হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও পর্যন্ত আর কেউ হতাহতের কথা জানা যায়নি। তবে স্থানীয় টিভি চ্যানেলের দাবি, ঘটনাস্থলে গুলি বিনিময়ের কথা জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.