Advertisement
Advertisement

Breaking News

ভুল বাড়িতে ডোরবেল বাজানোর ‘শাস্তি’, আমেরিকায় কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি শ্বেতাঙ্গ বৃদ্ধের

এই ঘটনার প্রতিবাদে উত্তাল কানসাস।

Black 15 year old shot for ringing wrong doorbell in USA | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 18, 2023 9:28 am
  • Updated:April 18, 2023 9:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় (USA) ফের কৃষ্ণাঙ্গ বিদ্বেষ। এবার ১৫ বছর বয়সি এক কিশোরকে গুলি করার অভিযোগ উঠল ৮৫ বছর বয়সি এক শ্বেতাঙ্গ বৃদ্ধের বিরুদ্ধে। ভুলবশত ওই বৃদ্ধের বাড়িতে নিজের ভাইদের খুঁজতে গিয়েছিল ওই কৃষ্ণাঙ্গ যুবক। সেই ‘অপরাধের’ সাজা দিতেই দু’বার গুলি চালান ওই বৃদ্ধ। ইতিমধ্যেই আমেরিকার কানসাস শহরের এই ঘটনার প্রতিবাদে শামিল হয়েছেন আমজনতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম র‍্যালফ ইয়ার্ল। ১৫ বছর বয়সি এই কিশোর তার স্কুলে অত্যন্ত সম্ভাবনাময় সংগীতশিল্পী হিসাবে পরিচিত। কয়েকদিন আগেই যমজ ভাইকে খুঁজতে এক বৃদ্ধের বাড়িতে উপস্থিত হয়। কিন্তু দরজায় কড়া নাড়ার সঙ্গে সঙ্গেই তাকে লক্ষ্য করে গুলি চালান অ্যান্ড্রু লেস্টার নামে এক বৃদ্ধ। র‍্যালফের হাতে গুলি লাগে।

Advertisement

[আরও পড়ুন: মা হচ্ছেন ইলিয়ানা ডি’ক্রুজ! সন্তানের বাবা কে? সোশ্যাল মিডিয়া জুড়ে উঠছে প্রশ্ন]

এই ঘটনায় অভিযোগ দায়ের করে র‍্যালফের পরিবার। লেস্টারকে গ্রেপ্তার করে খুনের চেষ্টার অভিযোগ আনার আবেদন করেছেন পরিবারের আইনজীবী। তবে প্রশাসনের তরফে এই ঘটনা নিয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি। শুধু বলা হয়েছে, এই ঘটনার নেপথ্যে অবশ্যই জাতিবিদ্বেষ রয়েছে। একবার গ্রেপ্তার করেও অভিযুক্ত লেস্টারকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই খবর। যদিও এই ঘটনার তদন্ত চলবে।

অন্যদিকে, আহত র‍্যালফকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর দু’দিন কানসাসের পথে নেমে বিক্ষোভ দেখিয়েছেন সাধারণ মানুষ। অভিযুক্ত লেস্টারের বাড়ির সামনে দাঁড়িয়ে পোস্টার হাতে প্রতিবাদ করেন অনেকে। গুলি চালানোর ঘটনা নিয়ে টুইট করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি বলেন, “শুধুমাত্র ভুল দরজায় কলিং বেল বাজালেই গুলি খেতে হবে, কোনও শিশুকে যেন এই পরিস্থিতির মধ্য দিয়ে বেড়ে উঠতে না হয়।” 

[আরও পড়ুন: তিনদিনে বাঘের হানায় মৃত ২, ভাইরাল ভিডিও, উত্তরাখণ্ডে জারি কারফিউ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement