Advertisement
Advertisement
BJP

হজরত মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, কুয়েতের সুপার মার্কেটে বয়কট ভারতীয় পণ্য

খুনের হুমকির জেরে নিরাপত্তা বাড়ানো হল নুপূর শর্মার।

BJP MLA Nupur Sharma get security after she received death threats। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:June 7, 2022 2:42 pm
  • Updated:June 9, 2022 8:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে দল থেকে সাসপেন্ড হয়েছেন বিজেপির (BJP) দুই মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দল। প্রাথমিক সদস্যপদও বাতিল হয়েছে তাঁদের। কিন্তু শান্তির খাঁড়া নামার পরও বিতর্কের আঁচে আরব দুনিয়ার ক্ষোভের আঁচ কমেনি। প্রাণে মারার হুমকিও দেওয়া হচ্ছে বিধায়ক নুপূরকে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, কুয়েতের এক সুপার মার্কেট ভারতীয় পণ্য সামগ্রী বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা জানিয়েছে, নবীর এই অপমান তারা কোনও ভাবেই বরদাস্ত করবে না।

দিনকয়েক আগে বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) হজরত মহম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ, অশান্ত পরিস্থিতি তৈরি হয়। বিবৃতি প্রকাশ করে বিজেপির তরফে জানানো হয়, সব ধর্মকে সম্মানের চোখে দেখে বিজেপি। বলা হয়, “ভারতের ইতিহাসে সবসময়ে সব ধর্ম একসঙ্গে বিকশিত হয়েছে। কোনও ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করছে বিজেপি। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি।”

Advertisement

[আরও পড়ুন: গোয়ায় ছুটি কাটাতে এসে পুরুষসঙ্গীর সামনেই ধর্ষিতা বিদেশিনী, গ্রেপ্তার যুবক]

এরপরই নূপুর শর্মাকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় বিজেপি। কিন্তু তাতেও নেভেনি বিক্ষোভের আগুন। প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে নুপূরকে। এই পরিস্থিতিতে তাঁকে ও তাঁর পরিবারকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

এদিকে সৌদি আরব, কাতার ও মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলি নুপূরের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। কুয়েতের এক সুপার মার্কেট জানিয়েছে, সেখানে ভারতীয় পণ্য সামগ্রী আর রাখা হবে না। আল-আরাদিয়া কো-অপারেটিভ সোসাইটি ভারতীয় চা ও অন্যান্য সামগ্রীকে অন্য একটি ট্রলিতে রেখে প্রতিবাদ জানিয়েছে। দেখা গিয়েছে, চালের বস্তা ও মশলার প্য়াকেটকে প্লাস্টিক মুড়ে রেখা দেওয়া হয়েছে। সঙ্গে সাইনবোর্ড, ‘আমরা ভারতীয় পণ্যকে সরিয়ে দিয়েছি।’

এদিকে এই ইস্যুতে মুখ খুলেছে তৃণমূল কংগ্রেসও। এদিন দলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দেন এই বিষয়ে। তাঁর দাবি, এই ধরনের মন্তব্যের ফলে আন্তর্জাতিক আঙিনায় ভারতের ভাবমূর্তি কালিমালিপ্ত হচ্ছে। 

[আরও পড়ুন: দুশ্চিন্তার মাঝে সামান্য স্বস্তি, দেশে একদিনে ৪ হাজারের নিচে নামল করোনা সংক্রমণ, কমল মৃত্যুও

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement