Advertisement
Advertisement

Breaking News

Bitcoin

ট্রাম্পের জয়ে ক্রিপটোয় অক্সিজেন, নজির গড়ে ৯০ হাজার ডলারের কাছে বিটকয়েনের মূল্য

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই উর্ধ্বমুখী বিটকয়েনের মূল্য। পরিসংখ্যান বলছে, ট্রাম্প প্রেসিডেনশিয়াল নির্বাচনে জয় পাওয়ার পর থেকে এক সপ্তাহে বিটকয়েনের মূল্য ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

Bitcoin price nears 90 thousand mark after Trump's win
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2024 8:58 am
  • Updated:November 12, 2024 9:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকেই উর্ধ্বমুখী বিটকয়েনের মূল্য। রিপাবলিকান নেতার নির্বাচনী প্রতিশ্রুতিতে ভরসা করেই ক্রিপটোকারেন্সির লাগাতার বৃদ্ধি হয়েছে। মঙ্গলবার নতুন রেকর্ড গড়ে ফেলল বিটকয়েন। ৯০ হাজার মার্কিন ডলার প্রায় ছুঁয়ে ফেলেছে বিটকয়েনের মূল্য। পরিসংখ্যান বলছে, ট্রাম্প প্রেসিডেনশিয়াল নির্বাচনে জয় পাওয়ার পর থেকে এক সপ্তাহে বিটকয়েনের মূল্য ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

ক্রিপটোকারেন্সির বাজারে সবচেয়ে দামি মার্কিন বিটকয়েন। নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে আমেরিকাকে বিশ্বের ক্রিপটো রাজধানী হিসাবে গড়ে তুলবেন। তাঁর এই প্রতিশ্রুতিই ভরসা জুগিয়েছে বিটকয়েনের বাজারে। মার্কিন নির্বাচনে ট্রাম্প জিততেই হু হু করে বেড়েছে বিটকয়েনের মূল্য। মঙ্গলবার সকাল পর্যন্ত এশিয়ার বাজারে বিটকয়েনের মূল্য ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলার। খুব শীঘ্র সেটা ৯০ হাজারের গণ্ডি পেরিয়ে যাবে বলে মত বিশ্লেষকদের।

Advertisement

গত ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয় নিশ্চিত হয়ে যায়। পরিসংখ্যান বলছে, তার পর থেকে মাত্র এক সপ্তাহের মধ্যেই ২৫ শতাংশেরও বেড়েছে বিটকয়েনের মূল্য। পাশাপাশি ব্যাপক বৃদ্ধি পেয়েছে ট্রাম্পের ‘বিশেষ বন্ধু’ এলন মাস্কের ‘ডোজকয়েন’-এর দামও। বিশ্লেষকদের একাংশের মতে, জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন বিটকয়েন-সহ অন্যান্য ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগের ক্ষেত্রে কড়া আইন চাপিয়েছিলেন। প্রচুর বাধানিষেধ থাকায় সেখানে বিনিয়োগে উৎসাহ কমছিল।

কিন্তু ট্রাম্প প্রতিশ্রুতি দেন, জাতীয় স্তরে বিটকয়েনের ভাণ্ডার গঠন করবেন ক্ষমতায় এলে। ডিজিটাল সম্পদ নিয়েও গ্রাহকদের সুবিধার্থে নতুন নীতি গ্রহণ করার কথাও বলেন রিপাবলিকান নেতা। জোড়া প্রতিশ্রুতিতে ভর করেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে বিটকয়েন। তবে বিশ্লেষকদের একাংশের মত, আগামী দিনে কবে কীভাবে এই জোড়া নীতি কার্যকর হবে তার ইঙ্গিত দেননি ট্রাম্প। তবে সেসব উড়িয়েই ছুটছে বিটকয়েন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement