Advertisement
Advertisement

Breaking News

পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণায় বিল পেশ মার্কিন কংগ্রেসে

যদি এ বিল পাশ হয় তবে ইরান, সুদান, সিরিয়ার মতো দেশগুলির সঙ্গে এক তালিকাভুক্ত হবে পাকিস্তান৷

 bill introduced in the US Congress to declare Pakistan as Terrorist State
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 2:27 pm
  • Updated:September 21, 2016 2:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে হামলার পর পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ হিসেবে আন্তর্জাতিক মহলে একঘরে করার কূটনৈতিক প্রয়াস নিয়েছিল ভারত৷ তাতে মিলল বেশ বড়সড় সাফল্য৷ ঐতিহাসিক পদক্ষেপে মার্কিন কংগ্রেসে পাকিস্তানকে ‘সন্ত্রাসবাদী রাষ্ট্র’ ঘোষণা করতে বিল পেশ করা হল৷

মার্কিন কংগ্রেসের প্রতিনিধি টেড পো এই বিল এনেছেন৷ যদিও সন্ত্রাসদমনে এখনও মার্কিন মুলুক পাকিস্তানকে বন্ধুর চোখেই দেখে৷ কিন্তু রাষ্ট্রের মদতপুষ্ট সন্ত্রাসের ঘটনা নিয়ে ইসলামাবাদের উপর তিতিবিরক্ত টেড পো৷ এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ইসলামাবাদ শুধু অবিশ্বাসের কাজই করছে না, মার্কিন মুলুকের শত্রুদের সঙ্গেও যোগাযোগ রাখছে ও তাদের পৃষ্ঠপোষকতা করে চলেছে৷’ বক্তব্যের প্রমাণস্বরূপ ওসামা বিন লাদেন থেকে হাক্কানি প্রসঙ্গ উত্থাপন করেন তিনি৷ আর তাই তাঁর মত, ‘পাকিস্তানকে একঘরে করার এবং পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদত দেয় তাও স্বীকার করে নেওয়ার সময় হয়েছে৷’

Advertisement

এই বিল পেশের ৯০ দিন পর মার্কিন প্রেসিডেন্ট ওবামা একটি রিপোর্ট দিয়ে জানাবেন, পাকিস্তান সন্ত্রাসে মদত দিচ্ছে নাকি দিচ্ছে না৷ বিল পেশ হলেও এখনই সেটি পাশ হবে কি না তা অবশ্য বলা যাচ্ছে না৷ তবে বিল আনার ঘটনা আন্তর্জাতিক মহলে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য৷ মার্কিন মুলুকের কূটনীতিতে প্রায় ভোলবদল বলা যেতে পারে এই বিল পেশ৷ এবং এর ফলে নিঃসন্দেহে লাভবান হল ভারত৷ উরি হামলার পরই পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র ঘোষণায় সরব হয়েছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তাঁর দাবিকে আরও মজবুত করল এই বিল পেশের ঘটনা৷ আর যদি এই বিল পাশ হয় তবে ইরান, সুদান, সিরিয়ার মতো দেশগুলির সঙ্গে এক তালিকাভুক্ত হবে পাকিস্তান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement