সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘গুজরাট গণহত্যার কসাই’ বলে তীব্র আক্রমণ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো (Bilawal Bhutto)। এহেন মন্তব্যের পালটা দিয়েছে ভারতও। সবচেয়ে নিম্নরুচির আক্রমণ করেছে পাকিস্তান, দাবি ভারতের বিদেশমন্ত্রকের। সেই সঙ্গে বলা হয়েছে, সংখ্যালঘুদের প্রতি নৃশংস আচরণ পাকিস্তান করে পাকিস্তান (Pakistan)। দীর্ঘ সময় কেটে গেলেও তাদের হাবভাবে কোনও পরিবর্তন হয়নি।
পাকিস্তানকে সন্ত্রাসের আঁতুড়ঘর হিসাবে চেনে গোটা দুনিয়া- রাষ্ট্রসংঘের মঞ্চে এই কথা বলেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সেই কথার জবাব দিতে গিয়েই মোদির সঙ্গে লাদেনের তুলনা করেন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো। তিনি বলেন, “ওসামা বিন লাদেন মারা গিয়েছেন। কিন্তু গুজরাট গণহত্যার কসাই আজও বেঁচে রয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী পদে রয়েছেন তিনি।” বিলাবলের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিবৃতি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।
জঙ্গিদের ব্যবহার করতে না পেরেই অভদ্র আচরণ করছেন পাক বিদেশমন্ত্রী, এমনটাই বলা হয়েছে ভারতের বিবৃতিতে। “নিম্নরুচির আক্রমণ করতে গিয়ে সীমা ছাড়িয়ে গিয়েছে পাকিস্তান। ১৯৭১ সালে আজকের দিনে কী হয়েছিল, সেই কথা সম্ভবত ভুলে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল পাক সেনা। তারপর এতদিন কেটে গেলেও সংখ্যালঘুদের প্রতি পাকিস্তানের মনোভাব এতটুকু পালটায়নি। ভারতের দিকে আঙুল তোলা পাকিস্তানের সাজে না। “
বিবৃতিতে আরও বলা হয়েছে, “নিউ ইয়র্ক, মুম্বই, পুলওয়ামা, পাঠানকোট, লন্ডনের মতো শহরে হামলা চালিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ১২৬ জন আন্তর্জাতিক জঙ্গির আশ্রয়স্থল পাকিস্তান। সেদেশের মাটিতে জায়গা পেয়েছে ২৭টি আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। আর কোনও দেশের এমন ‘কৃতিত্ব’ নেই। আসলে পাকিস্তানের রাষ্ট্রনীতিতে সন্ত্রাসবাদের বিস্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সেই কাজে সফল হতে পারছে না তারা। তাই হতাশা থেকে এমন মন্তব্য করছেন পাক বিদেশমন্ত্রী।”
ভারতের কেন্দ্রীয় মন্ত্রীরাও বিলাবলের এহেন মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছেন। মীনাক্ষী লেখি বলেছেন, নিজের দেশের মতো পাক বিদেশমন্ত্রীও দেউলিয়া হয়ে গিয়েছেন। অনুরাগ ঠাকুর বলেছেন, “১৯৭১ সালে আজকের দিনে ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল পাক সেনা। সেদিন কেঁদেছিলেন বিলাবলের ঠাকুরদা জুলফিকার আলি ভুট্টো। বোধহয় সেই কষ্টের কথা মনে করেই এহেন মন্তব্য করেছেন পাক বিদেশমন্ত্রী।” প্রসঙ্গত, গুজরাট হিংসার সমস্ত দায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রেহাই দিয়েছে সুপ্রিম কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.