সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে সেলফি জনপ্রিয়তা দিয়েছিল, সেই সেলফি তুলতে গিয়েই মৃত্যু হল পর্বতারোহী গিগি ইউরের। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘বিকিনি ক্লাইম্বার’ নামে পরিচিত। জনপ্রিয়তা অর্জনে অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছিলেন তাইওয়ানের এই যুবতী। দেশের একাধিক পর্বত শিখরে উঠেছিলেন বিকিনি পরে৷ সেখানে তুলেছিলেন সেলফি৷ যা তাঁকে পরিচিতির শিখরে পৌঁছে দিয়েছিল।
[আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধের জের, একধাক্কায় অনেকটাই কমল চিনের আর্থিক বৃদ্ধির হার ]
গত চার বছরে একশোর-ও বেশি শৃঙ্গজয় করেছেন গিগি। প্রতিবারই জয়ের প্রমাণস্বরূপ পর্বত শিখরে বিকিনি পরা সেলফি পোস্ট করেছেন গিগি। আবহাওয়ার নিয়মে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামলেও পর্বত শিখরে তাঁর পোশাকের কখনও পরিবর্তন হয়নি। বদলেছে কেবল বিকিনির রং ও ডিজাইন। শুধুমাত্র পর্বত শিখরে পরার জন্যই তাঁর সংগ্রহে ছিল ৯৭টি বিকিনি। একের পর এক সাফল্যের পর হঠাৎই ছন্দপতন। তাল কাটল গিরির সাফল্যের৷ জানা গিয়েছে, গত শনিবার পর্বত শিখর থেকে ১০০ ফুট নিচে পড়ে যান তিনি। পড়ে যাওয়ার খবরটিও তিনি’ই প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। জানান, শরীরের নিচের অংশে চোট লেগেছে, ফলে নড়াচড়া করতে পারছেন না। হাত সক্রিয় রয়েছে৷ তাই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে।
[মানচিত্র থেকে মুছে দেওয়া হবে ইজরায়েলকে, হুমকি ইরানের]
গিগির দুর্ঘটনার খবর পেয়েই তাঁকে উদ্ধারে পৌঁছায় হেলিকপ্টার৷ যায় উদ্ধারকারী দল। কিন্তু বাদ সাধে প্রকৃতি। খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয় হেলিকপ্টারকে। সোমবার উদ্ধারে গিয়ে গিগির নিথর দেহ দেখতে পান উদ্ধারকারীরা। তাঁর অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে গুণমুগ্ধ ভক্তরা। সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ায় এক অন্যতম প্রসিদ্ধ মহিলা বলে গিগিকে অভিহিত করেছে তাঁর অ্যাডভেঞ্চারপ্রেমী অনুগামীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.