সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রুশবিদ্ধ হওয়ার আগে ভক্তদের নিয়ে প্রভু যিশুর শেষ খাওয়া৷ ভিঞ্চির বিখ্যাত সে ছবি আবারও উঠে এসেছে আলোচনার শীর্ষে৷ তবে ভিঞ্চির কারণে নয়৷ সৌজন্যে মিস বামবাম সৌন্দর্য প্রতিযোগিতা৷ সম্প্রতি এক প্রতিযোগিতায় আট বিকিনি সুন্দরী পোজ দিলেন ‘দ্য লাস্ট সাপার’-এর আদলে৷ আর তা নিয়ে তীব্র সমালোচনা দেখা দিল নেটদুনিয়ায়৷
ব্রাজিলের এই প্রতিযোগিতার নামডাক সারা দুনিয়া জুড়েই৷ এবছর ৬-এ পা দিয়েছে এই প্রতিযোগিতা৷ যিনি এই খেতাব জেতেন রাতারাতি খ্যাতিমান হয়ে ওঠেন৷ সেই সঙ্গে অর্থাগমও বিস্তর৷ আর তাই এই প্রতিযোগিতার দিকে তাকিয়ে থাকেন ব্রাজিল সুন্দরীরা৷ সেই প্রতিযোগিতাতেই এবার এই পোজে দেখা গেল বিকিনি সুন্দরীদের৷
আট প্রতিযোগিনীর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্র তীব্র ক্ষোভ দেখা দিয়েছে৷ যেহেতু এ ছবির সঙ্গে ধর্মীয় অনুষঙ্গ জড়িয়ে আছে তাই ক্ষুব্ধ বহু মানুষ৷ ধর্মগুরুরাও এ ছবি নিয়ে রীতিমতো অসন্তুষ্ট৷ এমনকী এক প্রতিযোগীও এ কাজের জন্য বেশ অসন্তুষ্ট৷ শরীরে এক বিশেষ অঙ্গ আলাদা করে প্রদর্শন করাই ছিল এ ছবির বৈশিষ্ট্য৷ আর তা করতে গিয়েই লাস্ট সাপারকে টেনে আনা হয়েছ৷ ক্যাথলিক ধর্মাবলম্বী ওই প্রতিযোগিনীর কথায়, প্রতিযোগিতার স্বার্থে তিনি তা করতে বাধ্য হয়েছেন, তবে ঈশ্বরের কাছে এ জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি৷ ছবির মধ্যে তিনি থাকলেও এ ছবিকে ধর্মীয় অবমাননা হিসেবেই দেখছেন তিনি৷
রিও দি জেনেইরোর সহকারী বিশপ জানাচ্ছেন, তিনি এই ছবির ঘোর বিরোধিতা করছেন৷ শুধু ধর্মীয় কারণে নয়, যে ছবিতে নারীকে এভাবে তুলে ধরা হয়েছে, তিনি তারই বিরোধী৷ জীবনের বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকা, তাঁদের বুদ্ধিমত্তাই তাঁদের সম্মানিত করে তুলেছে৷ সেখানে এই ছবি রীতিমতো বিপরীত মেরুর৷ এই শরীরসর্বস্বতারই তীব্র সমালোচনা করেছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.