সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার গভীর রাতে ইজরায়েলে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরানের সেনাবাহিনী। তবে সেই হামলা রুখে দিতে পেরেছে ইজরায়েল। জানা যাচ্ছে, দুশোর বেশি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান (Iran)। কিন্তু অধিকাংশই আকাশপথে ও ইজরায়েলের সীমান্তের বাইরেই ধ্বংস করে দিয়েছে ‘আয়রন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেম। এদিকে এই সংঘাতে তেল আভিভের পাশেই রয়েছেন বাইডেন। যদিও তিনি নেতানিয়াহুকে জানিয়ে দিয়েছেন, ইজরায়েল যদি ইরানে পালটা আক্রমণ করে সেটা মেনে নেবে না ওয়াশিংটন। এক সংবাদমাধ্যম সূত্রে এমনই দাবি করা হয়েছে।
ভারতীয় সময় রবিবার সকাল সাতটা নাগাদ ফোনে বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তখনই নাকি বাইডেন তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, ইরানে যদি আক্রমণ করে ইজরায়েল তাহলে সেটা কোনওভাবেই সমর্থন করবে না আমেরিকা। হোয়াইট হাউসের এক সূত্র এমনটাই জানিয়েছে মার্কিন এক সংবাদমাধ্যমকে। জানা যাচ্ছে, নেতানিয়াহুও নাকি জানিয়েছেন তিনি বাইডেনের অবস্থান বুঝতে পারছেন। পাশাপাশি বাইডেন নেতানিয়াহুকে বলেন, ”আপনি জিতে গিয়েছেন। সেই জয়টা নিয়েই থাকুন।” সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন আগামিদিনেও ইরানের হামলায় ইজরায়েলকে সাহায্য করবে আমেরিকা।
প্রসঙ্গত, শনিবার গভীর রাতে হামলা চালায় ইরান। অসংখ্য ড্রোন ও মিসাইল আচড়ে পড়তে থাকে ইজরায়েলের ভূখণ্ডে। আইডিএফের শেয়ার করা একটি ভিডিওয় দেখা গিয়েছে, কীভাবে ইরানের হামলার সঙ্গে সঙ্গেই সাইরেন বেজে উঠছে। এদিকে ইরানের হামলার পালটা জবাব দিয়েছে তেল আভিভ। মাঝ আকাশেই তাদের পাঠানো ড্রোন ধ্বংস করতে পালটা মার দেয় ইজরায়েলের বিখ্যাত ‘আয়রন ডোম’ মিসাইল ডিফেন্স সিস্টেম। দাবি, ইরানের ছো়ড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ধ্বংস করে দিয়েছে ইজরায়েল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.