Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

ট্রাম্পের জনসভায় প্রাণঘাতী হামলা, কড়া নিন্দা বাইডেন-ওবামা-মাস্কের

ট্রাম্পের উপর হামলার ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন অন্যান্য রাষ্ট্রনেতারাও।

Biden, Obama condemn shooting at Donald Trump rally
Published by: Suchinta Pal Chowdhury
  • Posted:July 14, 2024 9:06 am
  • Updated:July 14, 2024 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে। অল্পের জন্য রক্ষা পেলেন রিপাবলিকান নেতা। ভরা সভায় তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এক বন্দুকবাজ। ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। তবে খতম হয়েছে হামলাকারীও। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, এক্সের কর্ণধার এলন মাস্ক-সহ আরও অনেকে।

জানা গিয়েছে, পেনসিলভ্যানিয়ার বাটলারে নির্বাচনী জনসভা করছিলেন ট্রাম্প। বক্তৃতা চলাকালীন হঠাৎই তাঁকে দেখা যায় কানে হাত দিতে। তার পরই বিপদ বুঝে তিনি নিচু হয়ে যান। শোনা যায় গুলির শব্দ। দেখা যায় ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। সভাস্থলে ছড়িয়ে যায় আতঙ্ক। দ্রুত প্রেসিডেন্ট পদপ্রার্থী নেতাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এই ঘটনায় মারা গিয়েছেন সেখানে উপস্থিত এক ব্যক্তি, যাকে মূল অভিযুক্তর সঙ্গী বলেই মনে করা হচ্ছে। আহত দুজন। ট্রাম্পের উপর হামলার কথা শোনার পরই কর্মসূচি পরিবর্তন করে দ্রুত হোয়াইট হাউসে ফিরে যান মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। তার পরই কড়া প্রতিক্রিয়া জানান তিনি। ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমেরিকায় এই ধরনের হামলার ঘটনার কোনও স্থান নেই। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি সুস্থ রয়েছেন। আমাদের সকলকে একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে।’ 

Advertisement

 

ট্রাম্পের জনসভায় হওয়া হামলার নিন্দা করেছেন বারাক ওবামাও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই। ট্রাম্প নিরাপদে আছেন শুনে স্বস্তি পেলাম।’

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া শোনা গিয়েছে মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের গলাতেও। নিন্দা জানিয়ে তিনি বলেন, “প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর হামলার কথা শুনে আমি স্তম্ভিত। আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।”

প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের আরোগ্য কামনা করে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, “প্রাক্তন মার্কিন পেসিডেন্ট ট্রাম্পের উপর এই হামলার ঘটনায় আমি স্তম্ভিত। রাজনৈতিক হিংসা কখনই গ্রহণযোগ্য নয়।’ 

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘আমার বন্ধুর উপরে হামলার ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন।’ 

এই ঘটনার নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ট্রাম্পের উপর হওয়া হামলার কড়া নিন্দা জানাচ্ছি। আমি ওনার আরোগ্য কামনা করি।’

এছাড়াও ট্রাম্পের জনসভায় হামলার ঘটনার নিন্দা করেছে তাইওয়ান। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা, এক্সের কর্ণধার এলন মাস্ক-সহ আরও অনেকে। 

এদিকে, ট্রাম্প নিজে এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোশাল মিডিয়ায়। লিখেছেন, ‘বুলেট আমার ডান কানের উপরের অংশ ছুঁয়ে বেরিয়ে গিয়েছে।’ সেই সঙ্গেই সেই মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প জানাচ্ছেন, ‘আমি সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। আমি একটা শব্দও পেয়েছিলাম। বুলেট আমার ত্বক ছুঁয়ে যেতেই বসে পড়ি। খুব রক্ত পড়ছিল। তখন বুঝতে পারছিলাম ঠিক কী ঘটে গিয়েছে।’ এই ঘটনার তদন্ত করছে পুলিশ। হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement