সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার তাঁকে পালটা দিলেন ডেমোক্র্যাট শিবিরও। তাঁদের সাফ কথা, “ট্রাম্প নির্বাচনী প্রক্রিয়া বন্ধ করতে চাইলে আমরাও তৈরি আছি।” ট্রাম্পের অভিযোগকে মিথ্যা ও অপমানজনক বলেও মন্তব্য করেছেন তাঁরা।
ভোট–গণনার (US Presidential Election 2020) মাঝে ভোররাতে হোয়াইট হাউসে ভাষণ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের জয় নিশ্চিত ঘোষণার পাশাপাশি নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেছিলেন তিনি। অতরাত পর্যন্ত কেন ভোট চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রিপাবলিকান প্রার্থী। বলেছিলেন, এই নির্বাচনে তাঁর জয় হয়েছে। এবার ফলাফল যদি অন্য কিছু হয় তাহলে সুপ্রিম কোর্টে মামলা করবে তাঁর দল। নভেম্বরের ৩ তারিখের পর মেল-ইন-ব্যালট জমা নেওয়ার বিরোধিতা শুরু থেকেই করেছিলেন তিনি। আজও ফের সেই কোথায় তুলে ধরেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পর ব্যালট জমা নিলে কারচুপি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভোট গণনা বন্ধের কথা বলেছিলেন তিনি। এবার তাঁর হুঁশিয়ারির পালটা জবাব দিল ডেমোক্র্যাট শিবিরও।
ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বিডেনের (Joe Biden) প্রচার দলের ম্যানেজার জেন ও’ম্যালে ডিলন ট্রাম্পের অভিযোগকে ‘জঘন্য, আপত্তিকর এবং মিথ্যে’ বলে কটাক্ষ করেন। বলেন, “ব্যালট গণনা বন্ধ করার যে দাবি মার্কিন প্রেসিডেন্ট তুলছেন , তা সম্পূর্ণ মিথ্যে এবং জঘন্য। মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়ার নগ্ন প্রচেষ্টা চলছে।” ট্রাম্পের সুপ্রিম কোর্টের যাওয়ার পালটা হুঁশিয়ারি দিয়ে ডিলন বলেন, “ভোট গণনা কোনওভাবেই বন্ধ হবে না। ট্রাম্প যদি আদালতে যাওয়ার হুমকি দিয়ে থাকেন, তাহলে আমাদের আইনজীবীরাও তৈরি আছেন। তাঁরা ট্রাম্পের এই প্রচেষ্টা বানচাল করবেন।”
JUST IN: Biden campaign says President Trump’s comments about ‘shutting down the counting’ are ‘outrageous, unprecedented, and incorrect’.
— The Spectator Index (@spectatorindex) November 4, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.