Advertisement
Advertisement
Israel

ইরানের তেলের খনিতে হামলা নয়, পরামর্শ বাইডেনের! ‘পরমাণু কেন্দ্রে হামলা করো’, বলছেন ট্রাম্প

'নীল নকশা' নিয়ে আলোচনা চলছে ইজরায়েলের নীতি-নির্ধারকদের মধ্যে।

Biden and Trump's advice to Israel
Published by: Biswadip Dey
  • Posted:October 5, 2024 1:36 pm
  • Updated:October 5, 2024 1:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সংঘাতের ধার আরও তীব্র করেছে ইরান। বদলার আগুনে ফুঁসছে তেল আভিভ। কিন্তু এখনও প্রত্যাঘাত করেনি ইহুদি দেশটি। কীভাবে তারা ইরানে হামলা চালাবে তা এখনও বোঝা যাচ্ছে না। কখন, কতটা ভয়ংকরভাবে ইসলামিক দেশটিতে আঘাত হানা হবে তার ‘নীল নকশা’ নিয়ে আলোচনা চলছে ইজরায়েলের নীতি-নির্ধারকদের মধ্যে। তৈরি হয়েছে দ্বিমতও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মতে, ইরানের তেলের খনিতে হামলা না চালিয়ে বিকল্প পথ খুঁজতে হবে। আবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালানো উচিত ইজরায়েলের।

মধ্যপ্রাচ্যের এই সংঘাতের জটিল সমীকরণে জড়িয়ে রয়েছে আমেরিকাও। ইরানের সঙ্গে যে তাদের খুব একটা ভালো সম্পর্ক নয় তা সকলের জানা। আর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল আভিভের পাশে রয়েছে ওয়াশিংটন। ইরান ক্ষেপণাস্ত্র হামলার চালানোর আগে ইজরায়েলকে সতর্ক করেছিল মার্কিন প্রশাসন। দ্রুত পদক্ষেপ করে নাগরিকদের সতর্ক করে দেয় ইজরায়েলি সরকার। তাই কোনও প্রাণহানি ঘটেনি। কিন্তু তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে দিয়েছেন, “এই ভুলের বড় মূল্য চোকাতে হবে ইরানকে।” কোন পথে হবে প্রত্যাঘাত? জল্পনা চলছে, ইসলামিক দেশটির পারমাণবিক কেন্দ্রগুলোকে নিশানা করতে পারে তেল আভিভ কিংবা হামলা হতে পারে তেলের খনিতে।

Advertisement

এএনআই সূত্রে খবর, ইজরায়েলের পরিকল্পনা নিয়ে বাইডেন জানান, “প্রত্যাঘাত নিয়ে ইজরায়েলিরা এখনও সুনির্দিষ্ট কোনও পরিকল্পনা করতে পারেননি। আমার মতে, ইরানের তেলের খনিতে হামলা না চালিয়ে বিকল্প পথ খোঁজা উচিত।”

অন্যদিকে ট্রাম্পের মতে, ইজরায়েলের উচিত ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করা। তিনি জানান, বাইডেন নাকি জানিয়েছেন, ইরানের পরমাণু কেন্দ্রেও যেন বোমাবর্ষণ না করা হয়। এপ্রসঙ্গে ট্রাম্পের মত, মার্কিন প্রেসিডেন্টের মত একেবারেই ভুল। রিপাবলিকান নেতার কথায়, ”উনি বলেছেন যেন ইরানের পরমাণু কেন্দ্রে হামলা না চালানো হয়। কিন্তু ওখানেই তো হামলা চালানোর দরকার।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement