Advertisement
Advertisement

বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতীয় জওয়ানদের মিষ্টি উপহার বিজিবির

পালটা মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় বিএসএফ-এরও।

BGB-BSF exchange sweets on bangladesh's Independence Day
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 26, 2018 7:47 pm
  • Updated:July 13, 2018 1:29 pm  

সুকুমার সরকার, ঢাকা: কথিত আছে, গ্রেপ্তার হওয়ার একটু আগে ২৫ মার্চ রাত ১২টার পর অর্থাৎ, ২৬ মার্চের প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন শেখ মুজিবুর রহমান। তারপরই পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এই দিনটাই স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় বাংলাদেশে। এটিই আবার জাতীয় দিবস। যা সোমবার সাড়ম্বরে পালিত হল। আর এই উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি ও উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা জানাল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সকাল ১০টা নাগাদ বাংলাদেশের হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটে বিএসএফকে এ মিষ্টি উপহার দেয় বিজিবি।

[রুশ শপিং মলে ভয়াবহ আগুন, বাঁচতে জানালা থেকে লাফ আক্রান্তদের]

Advertisement

বিজিবি হিলি আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আবু নাছের ভারতের বিএসএফ হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হ্যাপনি কাশীর হাতে মিষ্টি উপহার দেন। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। আবু নাছের জানান, উভয় দেশের সীমান্ত রক্ষীদের মাঝে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে। এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পাঁচ প্যাকেট মিষ্টি ও তিন প্যাকেট উপহার দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। বিএসএফও পালটা মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে বলে জানা গিয়েছে। এভাবেই দুই পক্ষ আবেগের মুহূর্ত ভাগ করে নেন। এদিন বাংলাদেশে সরকারি ছুটি থাকায় হিলি বন্দরের দুই পক্ষের ব্যবসায়ীরা পণ্য আমদানি ও রপ্তানির কাজ বন্ধ রেখেছেন। মঙ্গলবার থেকে ফের শুরু হবে কাজ।

[বন্দুক চাই না, শিশুদের বাঁচাও! ‘March for Our Lives’-এ থমকে গেল আমেরিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement