Advertisement
Advertisement

Breaking News

বার্লিন হামলার মূলচক্রী নিকেশ মিলানে

বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস৷

Berlin Market Attack Suspect Shot Dead in a Shootout in Milan
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 23, 2016 5:24 pm
  • Updated:December 23, 2016 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে ক্রিসমাস মার্কেটে হত্যালীলায় অভিযুক্ত জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানানো হল ইতালীয় সংবাদ সংস্থার তরফে৷ ক্রিসমাস মার্কেটে ১২ জন মানুষকে ট্রাকের চাকায় পিষে মারার ঘটনায় অভিযুক্ত ছিল আনিস আমরি৷ আর এই তিউনেশিয়ার যুবককেই মিলানে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর৷

এদিন ইতালির মার্কো মিন্নিতি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন৷ জানা গিয়েছে, রাত তিনটের সময় রুটিন তল্লাশি চলছিল রাস্তায়৷ সেই সময়ই আনিসের গাড়ি আটকায় পুলিশ৷ অভিযোগ, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আনিস। এরপরই পুলিশের সঙ্গে তার গুলিযুদ্ধ বেধে যায়। এরপরই পরই, পুলিশের গুলিতে মৃত্যু হয় আনিসের।

Advertisement

প্রসঙ্গত, গত সোমবার এই হামলার পর থেকেই ফেরার ছিল আনিস৷ তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত সাত বছর ধরে সে পরিবারে সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল৷ বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement