সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বার্লিনে ক্রিসমাস মার্কেটে হত্যালীলায় অভিযুক্ত জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে জানানো হল ইতালীয় সংবাদ সংস্থার তরফে৷ ক্রিসমাস মার্কেটে ১২ জন মানুষকে ট্রাকের চাকায় পিষে মারার ঘটনায় অভিযুক্ত ছিল আনিস আমরি৷ আর এই তিউনেশিয়ার যুবককেই মিলানে গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর৷
এদিন ইতালির মার্কো মিন্নিতি সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন৷ জানা গিয়েছে, রাত তিনটের সময় রুটিন তল্লাশি চলছিল রাস্তায়৷ সেই সময়ই আনিসের গাড়ি আটকায় পুলিশ৷ অভিযোগ, সঙ্গে সঙ্গে পিস্তল বের করে আনিস। এরপরই পুলিশের সঙ্গে তার গুলিযুদ্ধ বেধে যায়। এরপরই পরই, পুলিশের গুলিতে মৃত্যু হয় আনিসের।
প্রসঙ্গত, গত সোমবার এই হামলার পর থেকেই ফেরার ছিল আনিস৷ তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গত সাত বছর ধরে সে পরিবারে সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে দিয়েছিল৷ বার্লিন হামলার দায় স্বীকার করেছে আইএসআইএস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.