Advertisement
Advertisement
Covid-19 vaccine

‘সব করোনা ভ্যাকসিন কার্যকর হবে, এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়’, মানছেন WHO কর্তা

প্রতিষেধক আবিষ্কারে জোরকদমে কাজ চলার মাঝেই হতাশার কথা শোনাল WHO.

Bengali News: No guarantee that every Covid-19 vaccine in development will work, says WHO chief| Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 24, 2020 7:47 pm
  • Updated:September 24, 2020 10:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা অতিমারী থেকে মুক্তি পেতে মরিয়া সারা পৃথিবীর মানুষ তাকিয়ে রয়েছেন ভ্যাকসিন (Covid-19 vaccine) কবে আসবে, সেদিকে। আগামী বছরের শুরুতেই দেশে পর্যাপ্ত করোনা ভ্যাকসিন মিলবে, এমন আশা প্রকাশ করেছেন অনেকেই। কিন্তু এই পরিস্থিতিতে আশার কথা শোনাতে পারলেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) কর্তা টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস। তিনি মেনেই নিলেন, করোনার সব ভ্যাকসিনই যে কাজ করবে, এমন গ্যারান্টি দেওয়া সম্ভব নয়।

এক ভারচুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘আমরা কোনও গ্যারান্টি দিতে পারব না যে পরীক্ষাধীন সব ভ্যাকসিনই কার্যকরী হবে। যত বেশি স্বেচ্ছাসেবকদের উপর  আমরা পরীক্ষা করতে দেব, তত একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিনের খোঁজ পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে।’’

Advertisement

[আরও পড়ুন: রাশিয়ার করোনা ভ্যাকসিনে সমস্যা! ট্রায়ালে অনেকের শরীরেই দেখা গেল পার্শ্বপ্রতিক্রিয়া]

তিনি আরও বলেন, ‘‘প্রায় দু’শোটি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে গোটা বিশ্বে। ভ্যাকসিন তৈরির ইতিহাস আমাদের বলে দিচ্ছে, কেউ কেউ ব্যর্থ হবে, কেউ সফল হবে।’’ কোভিড-১৯’এর ভ্যাকসিন আবিষ্কার যে কোনও প্রতিযোগিতা নয়, সে কথা ফের মনে করিয়ে দিয়ে WHO কর্তার পরামর্শ, দেশগুলিকে একে অপরকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। সমস্ত দেশকে এ বিষয়ে একযোগে কাজ করার পরামর্শ দিয়ে তিনি জানান, করোনা প্রতিষেধর আবিষ্কার করা সব দেশেরই মূল লক্ষ্য। যে দেশগুলি গবেষণায় এগিয়ে গিয়েছে, তাদের উচিত বাকিদের সাহায্য করা।

[আরও পড়ুন: করোনা মোকাবিলা নাকি জলবায়ু পরিবর্তন রুখে দেওয়া? কীসে কতটা গুরুত্ব, দ্বিধাবিভক্ত বিশ্ব]

WHO কর্তার কথায়, ‘‘এটা কোনও চ্যারিটির বিষয় নয়। একসঙ্গেই আমাদের ডুবতে হবে বা ভাসতে হবে। এই অতিমারীকে খতম করতে এবং গোটা বিশ্বের অর্থনীতিকে চাঙ্গা করার দ্রুততম পথ হল, সব দেশেরই কিছু কিছু মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা। কিছু কিছু দেশের সব মানুষের শরীরে তা প্রয়োগ নয়।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement