Advertisement
Advertisement
Mamata Banerjee

‘দেশে নবজাগরণ এনেছে বাংলা’, লগ্নিবান্ধব পরিবেশের বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির হদিশ দিলেন মুখ্যমন্ত্রী।

Bengal has brought renaissance to India, claims CM Mamata Banerjee | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 19, 2023 5:43 pm
  • Updated:September 19, 2023 6:12 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেনের সঙ্গে আত্মিক যোগ বাংলার। বার্সেলোনায় দাঁড়িয়ে সেই যোগাযোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।” শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ করেন রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির।

মুখ্যমন্ত্রীর দেওয়া এই পাঁচ চাবিকাঠি কী কী?

Advertisement
  • উৎপাদনের খরচ কম
  • প্রতিভা ও দক্ষতা, শ্রমিকের খরচও কম
  • অবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা
  • কর্মনাশা ধর্মঘট সংস্কৃতির ইতি
  • আন্তর্জাতিকমানের যোগাযোগ ব্যবস্থা
    এই ৫ কারণেই বাংলায় শিল্পে বিনিয়োগ করা যেতে পারে, বলছেন বাংলার মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: পদ্ম সংসারে তুমুল অশান্তি, রাজ্য অফিসে রাহুল-দিলীপের ঘর ভাঙার পরিকল্পনা]

স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আপনারা ছবি ভালবাসেন। আমরাও ছবি ভালবাসি। আপনারাও ফুটবল পাগল। আমরাও রাত জেগে ফুটবল দেখি।” মুখ্যমন্ত্রীর কথায়, স্পেন থেকে বহু ক্রীড়াবিদ বাংলার বিভিন্ন ফুটবল দলে খেলেন। আইএসএলে খেলেন। আবার স্পেনের একাধিক খেলোয়ারের জন্য বাংলার মানুষজন পাগল। তিনি আরও বলেন, গোটা বিশ্ব এখন একটা পরিবার। শুধু ভৌগলিকভাবে আলাদা। মানবতা, বিশ্ব ভ্রাতৃত্বের কথাও তুলে ধরেন তিনি। 

[আরও পড়ুন: ঘনিষ্ঠ ছবি ভাইরাল করার হুমকি! যুবকের বাড়ির সামনে গায়ে আগুন, মৃত্যু ‘প্রেমিকা’র]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement