কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: স্পেনের সঙ্গে আত্মিক যোগ বাংলার। বার্সেলোনায় দাঁড়িয়ে সেই যোগাযোগের কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বলেন, “বাংলা গোটা দেশকে নেতৃত্ব দিচ্ছে। ভারতে নবজাগরণ এসেছিল বাংলার হাত ধরেই। আর ইউরোপে নবজাগরণ এনেছিল স্পেন।” শিল্প সম্মেলন থেকে বাংলার লগ্নিবান্ধব পরিবেশের কথাও তুলে ধরেন তিনি। উল্লেখ করেন রাজ্যের শিল্পবান্ধব পরিবেশের ৫ চাবিকাঠির।
মুখ্যমন্ত্রীর দেওয়া এই পাঁচ চাবিকাঠি কী কী?
স্পেনের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “আপনারা ছবি ভালবাসেন। আমরাও ছবি ভালবাসি। আপনারাও ফুটবল পাগল। আমরাও রাত জেগে ফুটবল দেখি।” মুখ্যমন্ত্রীর কথায়, স্পেন থেকে বহু ক্রীড়াবিদ বাংলার বিভিন্ন ফুটবল দলে খেলেন। আইএসএলে খেলেন। আবার স্পেনের একাধিক খেলোয়ারের জন্য বাংলার মানুষজন পাগল। তিনি আরও বলেন, গোটা বিশ্ব এখন একটা পরিবার। শুধু ভৌগলিকভাবে আলাদা। মানবতা, বিশ্ব ভ্রাতৃত্বের কথাও তুলে ধরেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.