Advertisement
Advertisement
Spanish University

সৌরভের উপস্থিতিতে স্পেনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর কলকাতার এই বিশ্ববিদ্যালয়ের

চুক্তি মেনে ছাত্র-ছাত্রী, গবেষক এবং ফ‌্যাকাল্টি বিনিময় করবে দুই আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান।

Bengal govt signs MoU with Spanish University | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 16, 2023 3:48 pm
  • Updated:September 16, 2023 3:48 pm  

কুণাল ঘোষ, মুখ্য়মন্ত্রীর সফরসঙ্গী: স্পেনের ভাল্লা ডলিড বিশ্ববিদ‌্যালয়ের সঙ্গে মাদ্রিদে বাংলার শিল্পসম্মেলনে শুক্রবার ‘মউ’ স্বাক্ষর করল কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ‌্যালয়। সৌরভ গঙ্গোপাধ‌্যায়ের (Sourav Ganguly) উপস্থিতিতে দুই বিশ্ববিদ‌্যালয়ের ‘বিনিময়’ শীর্ষক চুক্তিতে সিস্টার নিবেদিতার পক্ষে আচার্য সত‌্যম রায়চৌধুরি ও ডলিডের তরফে গুলেরামা রডড্রিগো মার্টিন।

চুক্তি মেনে ছাত্র-ছাত্রী, গবেষক এবং ফ‌্যাকাল্টি বিনিময় করবে দুই আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান। চুক্তি স্বাক্ষরের পর একথা জানিয়েছেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (CM Mamata Banerjee) সফরসঙ্গী সত‌্যম রায়চৌধুরি। তাঁর কথায়, ‘‘বাংলার মেধ‌া ও গবেষকদের খুবই শ্রদ্ধা করে ও গুরুত্ব দেয় স্পেনীয়রা। মউ মেনে আমাদের ফ‌্যাকাল্টি ও গবেষকরা যেমন শিক্ষার নানা কার্যক্রমে স্পেনে যাবেন, তেমনই মাদ্রিদ থেকেও শিক্ষক-ছাত্ররা কলকাতায় আসবে।’’ এদিন চুক্তি স্বাক্ষরের পর ‘গেস্ট লেকচারার’ হিসাবে স্প‌্যানিশ শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন‌্য সৌরভ গঙ্গোপাধ‌্যায়কে অনুরোধ করে ডলিড বিশ্ববিদ‌্যালয়।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সঙ্গে স্পেন সফরকারী সাংবাদিকদের নিয়ে ‘কুৎসা’, কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার]

অন‌্যদিকে ডলিডের অন‌্যতম শীর্ষকর্তা রডড্রিগো মার্টিন বলেন, ‘‘বাংলার পাশাপাশি আমরাও গুরুত্ব সহকারে রবীন্দ্রচর্চা করি, আমাদেরও পৃথক রবীন্দ্র গবেষণার বিভাগ আছে। কবির লেখা বহু অনুবাদ গ্রন্থ আমরা সংরক্ষণ করি। শুধু তাই নয়, একটি বড় সংগ্রহশালাও রয়েছে আমাদের।’’ পশ্চিমবঙ্গের শিক্ষা, সংস্কৃতি ও সাহিত‌্যচর্চা নিয়ে স্পেনীয়দের আগ্রহ খুবই প্রবল বলেও ডলিডের মার্টিন জানিয়েছেন। একথার পর পাশে দাঁড়ানো সত‌্যম সঙ্গে সঙ্গে জানিয়ে দেন, ‘‘রবীন্দ্রচর্চা ও গবেষণার কাজেও আমরা দুই দেশের মধ্যে সেতুবন্ধন করতে চাই।’’ বস্তুত এদিন কলকাতা ও মাদ্রিদের দুই বিশ্ববিদ‌্যালয়ের ‘মউ’ বাংলার শিক্ষাঙ্গনকে বিশ্বসভায় আরও বিস্তৃত করার সুযোগ করে দিল।

[আরও পড়ুন: বেলডাঙা বিস্ফোরণে সেনার গ্রেনেড! এবার UAPA আইনে মামলা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement