Advertisement
Advertisement
Spain

বাংলায় বিনিয়োগ বার্তা কাতালুনিয়ার, এবার রাজ্যে ভারি শিল্পের আগমন!

কাতালুনিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ বাংলার প্রতিনিধি দলের।

Bengal delegation meets Catalonia President, talks of investment on | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:September 20, 2023 6:49 pm
  • Updated:September 20, 2023 6:49 pm  

কুণাল ঘোষ, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী: রাজ্যে বিদেশি বিনিয়োগের জোয়ার আনতে স্পেন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রক্রিয়ায় আরও গতি আনতে বুধবার কাতালুনিয়া সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করল বাংলার প্রতিনিধি দল। রাজ্যে পরিবেশবান্ধব বৈদ্যুতিন গাড়ি উৎপাদন-সহ অন্যান্য ভারি শিল্পে বিনিয়োগ সংক্রান্ত প্রাথমিক আলোচনা হয়েছে বৈঠকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত দু’পক্ষের মধ্যে কোনও মউ স্বাক্ষরিত না হলেও বৈঠক হয়েছে ইতিবাচক। এমনকী, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কাতালুনিয়া সরকারের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে বড় ঘোষণা হতে পারে বলেই আশায় বুক বাঁধছে বাংলার শিল্পমহল।

কাতালুনিয়ার সরকারের প্রেসিডেন্ট ড. এইচ পেরে অ্যারাগোনেস ই গার্সিয়ার সঙ্গে দেখা করে বাংলার প্রতিনিধি দল। সেই দলের নেতৃত্বে ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং শিল্পসচিব বন্দনা যাদব। কাতালুনিয়া সরকারের প্রেসিডেন্টকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান তাঁরা। পালটা মুখ্যমন্ত্রীর জন্য অভিনন্দন বার্তা পাঠান প্রেসিডেন্ট গার্সিয়া। মউ স্বাক্ষরিত না হলেও বাংলায় বিনিয়োগ নিয়ে দু’পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বেতন প্রক্রিয়ায় বদল! রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্বের মাঝেই তৎপর নবান্ন]

কাতালুনিয়া সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, একাধিক ক্ষেত্রে বাংলাকে সহযোগিতা করা হবে। কোন কোন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা গড়ে উঠবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবেশবান্ধব বৈদ্যুতিন গাড়ি উৎপাদন। গত কয়েক বছর ধরেই রাজ্যের দূষণ কমাতে বৈদ্যুতিন গাড়ি ব্যবহারে জোর দিচ্ছে নবান্ন। এবার সেই ক্ষেত্রেও কাতালুনিয়া সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। চিকিৎসা ক্ষেত্রে স্টার্ট আপেও মিলেছে সহযোগিতার আশ্বাস। এছাড়াও তথ্যপ্রযুক্তি, পর্যটন এবং উৎপাদন শিল্পেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও এনিয়ে কোনও মউ স্বাক্ষরিত হয়নি। তবে প্রাথমিক আলোচনা সদর্থক হওয়ায় আশায় বুক বাঁধছে বাংলার শিল্পমহল। 

[আরও পড়ুন: আর অফলাইনে ভর্তি নয়, ডিএলএড কলেজে অ্যাডমিশন নিয়ে বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement