সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ বছর পূর্ণ হল ৯/১১ সন্ত্রাস হামলার। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল আমেরিকার মাটি। ভয়াবহ সেই ঘটনায় নিহতদের উদ্দেশে সোমবার নিউ ইয়র্ক থেকে আলাস্কা পর্যন্ত ঘণ্টা বাজিয়ে শ্রদ্ধা জানালেন সাধারণ মানুষ ও মার্কিন প্রশাসনের শীর্ষকর্তা ও আধিকারিকেরা।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গিয়েছে, এদিন নিউ ইয়র্ক (New York) থেকে শুরু করে মার্কিন মুলুকের বিভিন্ন স্মৃতিসৌধ, ফায়ার হাউস, সিটিহলে শামিল হয়েছিলেন বহু মানুষ। নিহতদের শ্রদ্ধা জানিয়ে ঘটনাস্থলে ঘণ্টা বাজানো হয়। উপস্থিত ছিলেন মার্কিন (US) প্রশাসনের শীর্ষকর্তারাও। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের। শ্যাঙ্কসভিলে নিহতদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন কমলা হ্যারিসের স্বামী ডগ এমহফের। পেন্টাগনে শ্রদ্ধা জানানোর কথা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের।
সোমবার ঘটনাস্থলে আসেন সেদিনের ঘটনায় নিহতদের পরিজনেরাও। এডওয়ার্ড এডেলম্যান নামে এক ব্যক্তি আসেন তাঁর মৃত শ্যালক ড্যানিয়েল ম্যাকগিনলিকে শ্রদ্ধা জানাতে। স্মৃতি চারণা করে এডওয়ার্ড বলেন, “ওই একটা দিন আমাদের মতো স্বজনহারাদের জন্য মর্মান্তিক একটা দিন। আমরা সকলেই হয়তো নিজেদের জীবনে এগিয়ে গিয়েছি। কিন্তু ওই দিনের ক্ষত আজও থেকে গিয়েছে।” এ বিষয়ে ভার্জিনিয়ার গোচল্যান্ডের দমকলবাহিনীর প্রধান এডি ফার্গুসন বলেন, “আমরা এক দেশ, এক জাতি, এক মানুষ। যার কারণেই আজকের দিনে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা একযোগে যা যা আমাদের করণীয় তা করব, সকলকে সাহায্য করার চেষ্টা করব।”
উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে আছড়ে পড়ে দু’টি যাত্রীবাহী বিমান। পেন্টাগনের গায়েও আছড়ে পড়ে একটি বিমান। এই ঘটনায় প্রাণ হারান প্রায় ৩ হাজার মানুষ। এই হামলার ছক কষেছিলেন ওসামা বিন লাদেন। দীর্ঘদিন তাঁর সন্ধানে ‘মিশন আফগানিস্তান’ চালিয়েছিল আমেরিকা। শেষপর্যন্ত পাকিস্তানের অ্যাবোটাবাদে লুকিয়ে থাকা লাদেনকে গুলি করে খতম করে মার্কিন সেনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.