Advertisement
Advertisement

ভারতকে ঘিরে ফেলে চিনা মিলিটারি পাঠানোর হুমকি বেজিংয়ের

দলাই লালা ইস্যুতে কিরেণ রিজিজুকে ব্যক্তিগত আক্রমণ।

Beijing furious over Dalai Lama's Arunachal visit, warns of military action
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 6, 2017 11:47 am
  • Updated:April 6, 2017 11:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলাই লামার অরুণাচল সফরকে কেন্দ্র করে ক্রমশ সুর চড়াচ্ছে চিন। দলাই লামাকে ব্যবহার করে দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট করছে ভারত, গতকাল অভিযোগ তুলেছিল চিন। এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর নাম উল্লেখ করে তাঁকে মৌখিকভাবে আক্রমণ করল চিনা সংবাদপত্র।

চিনা সংবাদপত্রের সম্পাদকীয়তে প্রকাশিত হয়েছে, “রিজিজু নিজেকে খুব চালাক মনে করতে পারেন। বেজিংয়ের কূটনৈতিক অবস্থানকে অনুকরণ করতে পারেন রিজিজু, কিন্তু তাঁকে বুঝতে হবে তাইওয়ানের মতো তিব্বতও চিনের অবিচ্ছেদ্য অঙ্গ।” সংবাদপত্রটির দাবি, দলাই লামাকে কূটনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করছে নয়াদিল্লি।

Advertisement

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দলাই লামাকে অরুণাচলে ঢুকতে দেওয়ায় পাল্টা কাশ্মীরের পরিস্থিতি আরও ঘোরাল করে তোলার হুমকি দিয়েছে চিনা সরকার। চাইলেই কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপ করতে পারে চিন, দাবি সে দেশের সরকারি সংবাদমাধ্যমের। এমনকী, গ্লোবাল টাইমসে তো এও বলা হয়েছে, “ভারতের চেয়ে চিনের জিডিপি ঢের বেশি। সেনাবহরেও ভারতের চেয়ে বহুগুণ শক্তিশালী চিন। চোখের পলক ফেলার আগে ভারত মহাসাগর পর্যন্ত পৌঁছে যাবে চিনা মিলিটারি। আর ভারতের প্রতিবেশীরা (পড়ুন পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার-সহ অন্যান্য দেশ) চিনের ভাল বন্ধু। যুদ্ধ বাধলে বেজিং কি নয়াদিল্লির কাছে হেরে যাবে বলে মনে হয়?”

[সঙ্গমের জন্য মিলছে ‘ভাড়ার পুরুষ’, নিকাহ হালালায় চূড়ান্ত হেনস্তায় মুসলিম মহিলারা]

ভারতের কাছে কূটনৈতিক স্তরে প্রতিবাদ দাখিল করে প্রতিবেশী দেশটির দাবি, দলাই লামাকে অরুণাচলে যাওয়ার অনুমতি দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করেছে ভারত৷ এদিকে, তাঁর অরুণাচল সফর নিয়ে পরিস্থিতি ভারত-চিন পারস্পরিক বাদানুবাদ এমন জায়গায় পৌঁছেছে যে, আর নীরব থাকতে পারেননি তিব্বতি ধর্মগুরু৷ বুধবার তিনি বলেই ফেলেন, ভারত তাঁকে কখনও চিনের বিরুদ্ধে ব্যবহার করেনি৷

মঙ্গলবারই অরুণাচলের বমডিলায় পৌঁছেছেন দলাই লামা৷ তাঁর অরুণাচল সফর নিয়ে গত কয়েকদিন ধরেই একের পর এক হুমকি দিয়েছে চিন৷ অবশেষে গতকাল ভারতের বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একপ্রকার কড়া বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, তিব্বতি ধর্মগুরুর অরুণাচলে যাওয়া ধর্মীয় সফর৷ ভারত এই বিষয়ে কোনও বিতর্ক চায় না৷ চিনের হুমকি ছিল ‘ফল ভাল হবে না’৷ জবাবে ভারত জানায়, এই ধরনের মন্তব্য তারা ভালভাবে দেখছে না৷ এরপরেই সুর চড়িয়েছে চিনও৷ বেজিং সরাসরিই দলাই লামার অরুণাচল সফর বাতিল করার দাবি তুলেছে৷ সেদেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়াং সাংবাদিকদের বলেন, “বিতর্কিত অরুণাচলে দলাই লামাকে যাওয়ার অনুমতি দিয়ে ভারত জেদ দেখিয়েছে৷ ঝুঁকি নিয়েছে ভারত৷ এর জেরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে৷” এই ব্যাপারে কড়া পদক্ষেপের কথাও বলেছেন চুনইয়াং৷

চিন পাল্টা সুর চড়ালেও ভারত যে নিজেদের অবস্থান থেকে একচুল সরছে না, এদিন বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে সে বার্তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র গোপাল বাগলে নয়াদিল্লির মঙ্গলবারের বিবৃতি উল্লেখ করে বলেছেন, ভারত ওই নীতিতেই অনড়৷ তিনি বুধবারও স্পষ্ট করে জানিয়ে দেন, দলাই লামার সফর পুরোপুরি ধর্মীয়৷ তিনি আগেও বহুবার অরুণাচলে গিয়েছেন৷ তাই এ বিষয়ে রাজনীতির রং চড়ানো হোক বা কৃত্রিম বিতর্ক তৈরি হোক, তা ভারত চায় না৷

[খেলার মাঠে পাক জাতীয় সংগীত গেয়ে আটক ১১ কাশ্মীরি ক্রিকেটার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement