Advertisement
Advertisement

Breaking News

Beijing

বেনজির বৃষ্টিতে বানভাসি বেজিং! বিপর্যয়ে মৃত অন্তত ২১, নিখোঁজ বহু

ইতিমধ্যেই সাড়ে ৮ লক্ষ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Beijing flooded as China sees highest rainfall in 140 years। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 3, 2023 7:50 pm
  • Updated:August 3, 2023 7:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার থেকে বুধবার সকাল। ৪ দিনের সামান্য বেশি সময়ে ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিতে ভেসে গেল চিনের (China) রাজধানী বেজিং (Beijing)। গত অন্তত ১৪০ বছরের নিরিখে এত অল্প সময়ে এত বৃষ্টির রেকর্ড নেই বেজিংয়ে। ভয়াবহ বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় (Flood) প্রাণ হারিয়েছেন অন্তত ২১ জন।

বৃষ্টির প্রকোপ এতটাই যে, রাস্তাঘাট কার্যতই জলের তলায়। পানীয় জলের পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। যার জেরে বিপর্যস্ত জনজীবন। বহু গাড়িকে রাস্তায় ভাসতে দেখা গিয়েছে। বিপর্যয়ের ধাক্কায় আটকে পড়েছেন অনেকেই। উদ্ধারকারী দলের এক ব্যক্তি ওয়াং হং-চুনের মৃত্যু হয়েছে বন্যার স্রোতে ভেসে গিয়ে। তাঁর সঙ্গীরা অবশ্য কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন। এখনও নিখোঁজ অন্তত ২৬ জন। যদিও বেসরকারি মতে, সংখ্যাটা আরও বেশি।

Advertisement

[আরও পড়ুন: ‘বিরোধীরা উস্কালেও বিতর্কে পা দেবেন না’, NDA সাংসদদের ‘বিজয়মন্ত্র’ দিলেন মোদি]

ইতিমধ্যেই পুলিশের তরফে উদ্ধারকার্যে সাহায্য় করার জন্য সাধারণ নাগরিকদের কাছে আরজি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই প্রায় সাড়ে ৮ লক্ষ মানুষকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে ১৮৯১ সালে অল্প সময়ে বিপুল বৃষ্টি হয়েছিল বেজিংয়ে। সেবার ৬০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। কিন্তু এবারের নজির তার থেকেও বেশি। ১৮৮৩ সাল থেকে বেজিংয়ের বৃষ্টিপাতের রেকর্ড রাখা শুরু হয়। এবছরের বৃষ্টি এই সব হিসেবের মধ্যেই সর্বোচ্চ। গত বছর বেজিংয়ের মোট বৃষ্টিপাত হয়েছিল ৫০০ মিলিমিটার। যা ৪ দিনেই পেরিয়ে গেল এবারের বৃষ্টি।

[আরও পড়ুন: শিক্ষা দুর্নীতি মামলা: সুপ্রিম কোর্টে স্বস্তি মানিক ভট্টাচার্যের, ইডি-সিবিআই তদন্তে স্থগিতাদেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement