সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সাক্ষাতের আগেই পরপর বিস্ফোরণ ব্যাংককে৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শহরের তিনটি স্থানে বিস্ফোরণ হয়েছে৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
[ আরও পড়ুন: ঠোঁটে ঠোঁট রেখে প্রেমের পদ্য রচনা, ভারতীয়-পাকিস্তানি সমকামী যুগলের ছবি ভাইরাল]
অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান দেশগুলির বিদেশমন্ত্রী ও সচিবদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ব্যাংককে৷ যেখানে উপস্থিত রয়েছেন ভারত ছাড়াও আমেরিকা, চিন, রাশিয়া-সহ একাধিক দেশের পররাষ্ট্র বা বিদেশমন্ত্রকের শীর্ষ কর্তারা৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, সেই বৈঠকের আগে শুক্রবার সকালে ব্যাংককের তিনটি এলাকায় বিস্ফোরণ হয়৷ যদিও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের মাত্রা তেমন তীব্র নয়৷ তাই আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি৷ খুব একটা ক্ষতিও হয়নি৷ কেবল জখম হয়েছেন দু’জন৷ তবে গোটা বিষয়টাকে হালকা ভাবে নিতে নারাজ প্রশাসন৷ শহরে যখন এমন গুরুত্বপূর্ণ বৈঠক চলছে৷ যেখানে উপস্থিত রয়েছেন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলির শীর্ষকর্তারা৷ তখন কীভাবে এই ধরনের বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছে ব্যাংক পুলিশ৷ ঘটনার পিছনে কোনও নাশকতার ষড়যন্ত্র ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে৷ পাশাপাশি, নিরাপত্তা আরও মজবুত করা হয়েছে৷ বিশেষ সমস্ত দেশের প্রশাসনিক শীর্ষ কর্তারা যে এলাকা ও হোটেলে থাকছেন, সেখানে নজরদারি বাড়ান হয়েছে৷
[ আরও পড়ুন: বেজিংয়ের রেস্তরাঁ থেকে আরবি শব্দ ও ইসলামিক প্রতীক সরানোর নির্দেশ চিনের ]
জানা গিয়েছে, এদিন আসিয়ান দেশগুলির বিদেশমন্ত্রী ও বিদেশ সচিবদের বৈঠক আগেই সাক্ষাৎ করেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও ও ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর৷ দু’জনের মধ্যে কুশল বিনিময় হয়৷ তার আগে মোঙ্গলিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন জয়শংকর৷
Several small explosions heard in Bangkok in at least three locations, two people have suffered minor injuries. Police investigation underway:Reuters #Thailand
— ANI (@ANI) August 2, 2019
External Affairs Minister Dr. Subrahmanyam Jaishankar meets US Secretary of State, Michael Pompeo in Bangkok. pic.twitter.com/qRlWZNIosd
— ANI (@ANI) August 2, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.