Advertisement
Advertisement

Breaking News

China

‘চিনের অর্থনীতি পশ্চিমের উপরে নির্ভরশীল’, পুতিন-জিনপিং বৈঠকের পর ‘হুঁশিয়ারি’ বাইডেনের

'এটা কিন্তু হুমকি নয়', দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট।

'Be careful', Biden warns Xi after Putin meeting। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 8, 2023 1:22 pm
  • Updated:July 8, 2023 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) প্রেসিডেন্ট শি জিনপিংকে (Xi Jinping) ‘সতর্ক’ করলেন মার্কিন (US) প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। মনে করিয়ে দিলেন, বিনিয়োগের জন্য পশ্চিমের উপরই কিন্তু নির্ভর করতে হয় বেজিংকে। আসলে রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন জিনপিং। এরপরই তাঁকে এমন বার্তা ওয়াশিংটনের। তবে বাইডেন মনে করিয়ে দিয়েছেন, ”আমি বলতে চাই, এটা কোনও হুমকি নয়, কেবল একটা পর্যবেক্ষণ।”

প্রসঙ্গত, গত মার্চে পুতিন ও জিনপিং বৈঠক করেছিলেন। সেই সময় তাঁদের যৌথ বিবৃতিতে পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে নিয়েছিলেন তাঁরা। এরপর এই সপ্তাহেও এক ভারচুয়াল বৈঠকে মিলিত হয়েছিলেন দুই রাষ্ট্রনেতা। এই পরিস্থিতিতে এবার চিনের উদ্দেশে বার্তা দিলেন বাইডেন। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা গিয়েছে, ”রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকে ৬০০টি মার্কিন সংস্থা রাশিয়া থেকে সরে এসেছে। আপনি (জিনপিং) আমাকে জানিয়েছিলেন আপনাদের অর্থনীতি ইউরোপের বিনিয়োগের উপর নির্ভরশীল। তাই সতর্ক থাকুন, সতর্ক থাকুন।”

Advertisement

[আরও পড়ুন: মৃত্যুর খবর পেয়ে অশান্ত কদম্বগাছিতে রাজ্যপাল, হাসপাতাল জানাল, জীবিত নির্দল সমর্থক]

উল্লেখ্য, তাইওয়ান ইস্যুতে চিনের সঙ্গে আমেরিকার সম্পর্কের অবনতি হয়েছে। পাশাপাশি রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্কের ‘উন্নতি’কেও ভাল চোখে দেখছে না হোয়াইট হাউস। এই পরিস্থিতিতে বাইডেনের এই বার্তা। তিনি যদিও একে ‘হুমকি’ বলছেন না, কিন্তু তাঁর কথার মধ্যে যে প্রচ্ছন্ন হুঁশিয়ারি রয়েছে তা স্পষ্ট বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: পুরনো বিভেদ ভুলে জন্মদিনে ‘মহারাজা তোমারে সেলাম’, সৌরভকে শুভেচ্ছা কেকেআরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement