ছবি - প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক উপস্থাপককে বরখাস্ত করল বিবিসি। উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে এক নাবালিকাকে কুপ্রস্তাব দিতেন তিনি। প্রায় তিন বছর ধরে সেই নাবালিকার কাছ থেকে অশ্লীল ছবি চেয়ে পাঠাতেন অভিযুক্ত। তদন্তের পর উপস্থাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা।
এই ঘটনা প্রকাশ্যে আসার পর ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী লুসি ফ্রেজার জানিয়েছেন, “বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। বিবিসির ডিরেক্টর জেনারেল টিম ডেভির সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। সংবাদ সংস্থার পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, খুব দ্রুত পদক্ষেপ করা হবে।”
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এক তরুণীর মা বিবিসির এক উপস্থাপকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। যদিও সেই ব্যক্তির নাম তিনি জানাননি। তাঁর অভিযোগ ছিল, ওই ব্যক্তি ৩৫ হাজার পাউন্ডের বিনিময়ে তাঁর মেয়ের থেকে আপত্তিকর ছবি চাইতেন। এই কাজ তিনি করছেন গত তিন বছর ধরে। তাঁর আরও অভিযোগ, ওই ব্যক্তি যখন এই ঘৃণ্য কাজ শুরু করেন তখন তাঁর মেয়ের বয়স ছিল ১৭।
এই প্রেক্ষিতে গত রবিবার বিবিসি একটি বিবৃতি দিয়ে জানায়, মে মাসেই তাদের কাছে প্রথম এমন অভিযোগ আসে। এরপর গত বৃহস্পতিবার দ্বিতীয় অভিযোগটি আসে। অভিযোগের উপর ভিত্তি করেই তদন্ত শুরু করা হয়েছে। অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে।
এই নিয়ে লন্ডনের মেট্রোপলিটন পুলিশও একটি বিবৃতি দেয়। তাঁরা জানায়, বিবিসির পক্ষ থেকে এই বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এখনও লিখিত কোনও অভিযোগ জানানো হয়নি বিবিসির পক্ষ থেকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.