সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসুল শহরকে ইসলামিক স্টেট জঙ্গিদের দখলমুক্ত করতে ব্যাপক অভিযান শুরু করল ইরাকি সেনা৷ ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে রয়েছে, এমন বড় শহর বলতে এখন শুধুই মসুল৷ এই শহরকে জঙ্গিদের দখল থেকে ছাড়িয়ে আনতে পারলে আইএস-এর কোমর ভেঙে দেওয়া যাবে বলে অনুমান ইরাকি প্রশাসনের৷
সেইমতো, সোমবার সকাল থেকে ইরাকি সেনা ও মিত্রশক্তিরা ভারী গুলিবর্ষণ শুরু করেছে৷ সীমান্ত বরাবর এগোতে শুরু করেছে সাঁজোয়া গাড়ি, পদাতিক সেনা৷ ২০১৪ থেকে এই শহর আইএস জঙ্গিদের দখলে রয়েছে৷ এবার দেশের শেষ বড় শহর থেকে জঙ্গিদের চিহ্ন মুছে ফেলতে তৎপর সে দেশের সেনা৷ তবে ইরাকি সেনার অভিযান কপালে ভাঁজ ফেলেছে রাষ্ট্রসংঘের৷ তাদের আশঙ্কা, সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণহানি হতে পারে ওই শহরে বসবাসকারী প্রায় ১.৫ মিলিয়ন মানুষের৷ বিবিসি-র এক সংবাদদাতা তাঁর প্রতিবেদনে জানিয়েছেন, ইরাকি সেনা এই অভিযান ঘিরে ব্যাপক ‘চার্জড’৷ ইরাকি সেনা, কুর্দিশ যোদ্ধা ও শিয়া বাহিনী একত্রে মসুলকে জঙ্গিমুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছে৷ এই অভিযান চলবে আগামী এক সপ্তাহ ধরে৷ মার্কিন নেতৃত্বাধীন জোট এই অভিযানকে সমর্থন করছে৷ তাদের বায়ুসেনা আকাশপথে জঙ্গি ঘাঁটিগুলি নিকেশ করবে বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, পদাতিক সেনাবাহিনী বিভিন্ন বাঙ্কার, সুরঙ্গপথে হামলা করবে৷ তবে জঙ্গিরা যে পাল্টা রাসায়নিক হামলা চালাতে পারে সে বিষয়েও সতর্ক করা হয়েছে সেনাবাহিনীকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.