Advertisement
Advertisement

ওবামার পদক্ষেপে আরও অটুট হল ভারত-মার্কিন বন্ধুত্ব

অন্যদিকে, পাকিস্তানকেও অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিতে সম্মতি জানিয়েছে আমেরিকা৷

Barack Obama signs US defence bill, which accept India as a Major Defence Partner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 24, 2016 5:58 pm
  • Updated:May 29, 2023 3:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রতিরক্ষা ক্ষেত্রে অন্যতম সহযোগী হিসাবে ভারতকে আগেই মান্যতা দিয়েছে মার্কিন কংগ্রেস৷ এবার সেই বন্ধুত্ব আরও মজবুত করল ২০১৭-র মার্কিন প্রতিরক্ষা বাজেটে ওবামার সই৷ এই প্রতিরক্ষা বাজেটে ৬১৮ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে৷ আর এই বাজেট অনুযায়ী আরও উন্নত হবে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন বন্ধুত্ব৷ অন্যদিকে, হাক্কানি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পাকিস্তান যে পদক্ষেপ নিচ্ছে তাতেও বেশকিছু মার্কিন ডলার বরাদ্দ্ করা হয়েছে এই বাজেটে৷ প্রসঙ্গত, হাক্কানি নেটওয়ার্ক হল এমন একটি জঙ্গি সংগঠন যা ন্যাটো বাহিনী ও আফগান সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে৷

এই মুহুর্তে অবশ্য বারাক ওবামা হাওয়াই দ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত৷ তবে সূত্রের খবর, তাঁর কার্যকালের শেষবেলায় প্রতিরক্ষা বাজেটে সই করার পর মার্কিন প্রতিরক্ষা সচিবকে বেশ কিছু নির্দেশ দিয়েছেন ওবামা৷ যার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে অন্যতম সহযোগী হিসাবে গড়ে তুলে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন ওবামা৷

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবারই মার্কিন সেনেটে ২০১৭ ন্যাশনাল ডিফেন্স অফরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) ৯-৭ ভোটে মার্কিন সেনেটে পাশ হয়েছে৷ তারও আগে ৩৭৫-৩৪ ভোটের ব্যবধানে এই বিল পাশ হয় হাউস অফ রিপ্রেজেনটেটিভসে৷ বিশেষজ্ঞদের মধ্যে এই গোষ্ঠীতে ভারতের অন্তর্ভুক্তির ফলে ভারত আমেরিকা দুদেশের মধ্যে প্রতিরক্ষা, বানিজ্য, প্রযুক্তি হস্তান্তর ও যৌথ গবেষণার পথ আরও প্রশস্ত হবে৷

অন্যদিকে পাকিস্তানকেও অত্যাধুনিক সমরাস্ত্র বিক্রিতে সম্মতি জানিয়েছে আমেরিকা৷ যে সমরাস্ত্রের সাহায্যে রাতেও দূর থেকে শত্রুর উপস্থিতি বুঝতে পারবে পাকিস্তান৷ যে প্রযুক্তি AH-1Z  কোবরা অ্যাটাক হেলিকপ্টারে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে৷ এই হেলিকপ্টার মার্কিন সামুদ্রিক বাহিনীতেও ব্যবহৃত হয়ে থাকে৷ তবে এই প্রযুক্তি পাকিস্তানের হাতে গেলে ভারতে ক্ষেত্রে চিন্তার কোনও কারণ হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement