Advertisement
Advertisement

Breaking News

Donald Trump

‘ও তো নিজেকেই রক্ষা করতে পারেনি’, ট্রাম্পকে বেনজির আক্রমণ বারাক ওবামার

গত চার বছরে তিনি অবসাদে ভুগছিলেন, জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

Barack Obama says Donald Trump cannot even take basic steps to protect himself | Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:October 22, 2020 10:19 am
  • Updated:October 22, 2020 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলি মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। এভাবেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) বেনজির আক্রমণ করলেন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। ফিলাডেলফিয়ায় ‘লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে’র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ‘‘গত আট মাসে অতিমারীর প্রকোপে দেশে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলিই করে উঠতে পারেননি।’’

ট্রাম্পকে ব্যঙ্গ করে ওবামা আরও বলেন, ‘‘এটা কোনও রিয়েলিটি শো নয়। কিন্তু তাঁর অযোগ্যতার এমন এক ‘রিয়েলিটি’, যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে।’’ প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, ‘‘জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওঁর (ট্রাম্প) মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। আপনারা নিজেদের জীবনযাপন করবেন এটা ভেবে যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিয়োরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন কেবল কিংবা মার্কিন ‘নেভি সিল’ বিন লাদেনকে হত্যা করেনি।’’

Advertisement

[আরও পড়ুন: তাইওয়ানের সঙ্গে ভারতের ব্যবসায়িক আলোচনা নিয়ে আপত্তি, দিল্লিকে হুঁশিয়ারি বেজিংয়ের]

এভাবেই ট্রাম্পকে আক্রমণ করেন ওবামা। পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত চার বছরে আশা হারাননি। তিনি বলেন, ‘‘আশা মানে অন্ধ আশাবাদ নয়। সমস্যাকে এড়িয়ে যাওয়া নয়। আশা হল কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারব এবং আরও সুন্দর একটা পৃথিবী পাব। এবং এভাবেই আমি গত চার বছর ধরে আমি আশা হারাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অবসাদে ভুগছিলাম। কিন্তু আশা হারাইনি। কারণ আমি কখনও আশা করিনি উন্নতি সরাসরি সরলরেখা মেনেই চলবে।’’

[আরও পড়ুন: সর্বনাশা বন্যায় বিপর্যস্ত ভিয়েতনাম, ক্রমশই বাড়ছে মৃতের সংখ্যা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement