Advertisement
Advertisement

Breaking News

ভিয়েতনামে পথে ওবামার পর্ক স্যুপ খাওয়া নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রথা ভেঙেই জনপ্রিয়তার শিখরে৷ দশ বছর ধরে সামলাচ্ছেন মার্কিন মুলুক৷ প্রথা ভাঙার সেই রীতি মেনেই পৌঁছে গেলেন ভিয়েতনামের রাস্তায়৷ প্রোটোকলের তোয়াক্কা না করে মনের সুখে ভিয়েতনামের বিখ্যাত ‘বুন চা’ বা পর্ক ন্যুডলস স্যুপ খেলেন বারাক ওবামা৷

Barack Obama Drop-In For Pork Soup Stuns Vietnam Street Shop Owner
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 25, 2016 12:22 pm
  • Updated:May 29, 2023 3:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথা ভেঙেই জনপ্রিয়তার শিখরে৷ দশ বছর ধরে সামলাচ্ছেন মার্কিন মুলুক৷ প্রথা ভাঙার সেই রীতি মেনেই পৌঁছে গেলেন ভিয়েতনামের রাস্তায়৷ প্রোটোকলের তোয়াক্কা না করে মনের সুখে ভিয়েতনামের বিখ্যাত ‘বুন চা’ বা পর্ক ন্যুডলস স্যুপ খেলেন বারাক ওবামা৷

স্বয়ং মার্কিন প্রেসিডেন্টকে ঢুকতে দেখে কার্যত চমকেই গিয়েছিলেন ৫৪ বছরের রেস্তোরাঁ মালকিন নগুয়েন থি লিয়েন৷ প্লাস্টিকের টুলে বসে তিনি যখন ‘বুন চা’ আনার নির্দেশ দিলেন, বিস্ময়ে প্রায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন তিনি৷ তবে শেষ পর্যন্ত সবটাই ভালভাবে উতরে গিয়েছে৷

Advertisement

ওবামার সঙ্গী ছিলেন বিখ্যাত ‘শেফ’ ও খাদ্য সমালোচক অ্যান্টনি বোর্ডেইন৷ বিশ্বের বিভিন্ন হারিয়ে যাওয়া রান্নার রেসিপি-সহ একটি ট্রাভেল শো সঞ্চালনা করেন তিনি৷ খাওয়া সেরে লিমুজিনে উঠে বিদায় নেওয়ার আগে জনতার উদ্দেশে কিছুক্ষণ দাঁড়ান ওবামা৷ চারদিকে তখন মোবাইলে ফ্ল্যাশের ঝলকানি৷ যদিও উত্তেজনায় প্রেসিডেন্টের সঙ্গে ছবি তুলতে ভুলে গিয়েছেন খোদ রেস্তোরাঁর মালকিন৷

আগেই চুক্তি সই করে ভিয়েতনামের বিরুদ্ধে সামরিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে মার্কিন সরকার৷ তারপরে ভিয়েতনাম সফরের ব্যস্ত সূচির ফাঁকে হ্যানয়ের একটি সাধারণ রেস্তোরাঁয় ওবামার ঢুকে পড়া নিয়ে দিনভর চর্চা চলেছে আন্তর্জাতিক মহল ও সোশ্যাল মিডিয়ায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement