সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলোচনায় বসার কথা ছিল ফিলিপিন্সের রাষ্ট্রপতি রড্রিগো দুতেরতের৷ দেশে মাদক পাচারকারীদের উপদ্রব এবং বিচার বহির্ভূত হত্যা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল দুই দেশের প্রধানের মধ্যে৷ কিন্তু এই আলোচনায় বাদ সাধলেন ফিলিপাইন রাষ্ট্রপতি দুতেরতে স্বয়ং৷ সোমবার একটি আলোচনাসভায় তিনি প্রকাশ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘বারাঙ্গনার ছেলে’ বলে মন্তব্য করেন৷ এর পাশাপাশি, আলোচনাসভায় আমেরিকার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “কী মনে করেছেন উনি? আমি আমেরিকার হাতের পুতুল নই৷ আমি সার্বভৌম দেশের রাষ্ট্রপতি৷ আমি একমাত্র ফিলিপাইন নাগরিকদের কাছেই নিজের যে কোনও কাজের জন্য কৈফিয়ত দিতে বাধ্য৷ এই কথা আমি ওই বেশ্যার সন্তানের নামে শপথ করে বলছি৷”
খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় বিতর্কের ঝড় বয়ে গিয়েছে৷ ফিলিপিন্সের রাষ্ট্রপতি রড্রিগো দুতেরতের এহেন মন্তব্যের নিন্দা করেছে রাজনৈতিক মহল৷
চলতি সপ্তাহে ফিলিপিন্সের রাষ্ট্রপতির সঙ্গে একটি আলোচনায় যোগ দেওয়ার কথা ছিল মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার৷ কিন্তু দুতেরতের এই মন্তব্যের উপর ভিত্তি করে আলোচনা বাতিল করা হয়েছে হোয়াইট হাউসের পক্ষ থেকে৷ সরাসরি কোনও ব্যক্তিগত আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, “এমন আলোচনায় অংশগ্রহণ করতে ইচ্ছুক যেখানে দেশের উন্নতিসাধন সম্ভব৷ যেখানে আলোচনা ফলদায়ক হবে৷”
অর্থাৎ ফিলিপাইন রাষ্ট্রপতির সঙ্গে যে কোনও আলোচনাই যে তাঁর কুমন্তব্যের পর যুক্তিহীন, তাই যেন বুঝিয়ে দিলেন ওবামা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.