Advertisement
Advertisement

শরিফের শখের মোষ বেচে অর্থনীতির হাল ফেরাচ্ছেন ইমরান

সরকারি কোষাগারে যুক্ত হল ১৯ হাজার ডলার৷

Bankrupt Pakistan Govt now auctions Buffaloes to repay Debt
Published by: Tanujit Das
  • Posted:September 29, 2018 1:23 pm
  • Updated:September 29, 2018 1:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের ভেঙে পড়া অর্থনীতির হাল ফেরাতে অভিনব পদক্ষেপ নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান৷ পূর্বতন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সময়কালের আটটি দামি মোষ চড়া দামে বিক্রি করে দিলেন তিনি। জানা গিয়েছে, শরিফের সাধের এই মোষগুলি রাখা ছিল পাক প্রধানমন্ত্রীর বাসভবনে৷ যার দুধ খেতে অত্যন্ত ভালবাসতেন শরিফের পরিবার৷ সেই আটটি মোষই বিক্রি করেছিলেন ইমরান খান৷ নিলামে চড়া দামে বিক্রি হয়েছে আটটি মোষ৷

[ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ সুনামি, ঘরছাড়া প্রায় ৬ লক্ষ মানুষ]

Advertisement

জানা গিয়েছে, নিলামে আটটি মোষের দাম উঠেছে ১৯ হাজার ডলার৷ যার পুরোটাই গিয়েছে সরকারি কোষাগারে৷ হাসান লতিফ নামের এক ব্যক্তি ২৫০০ ডলারের বিনিময়ে একটি মোষ কিনেছেন। যদিও এই নিলাম প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে৷ বিরোধীরা বলছেন, এই নিলাম পুরোটাই লোক দেখানো৷ ক্রেতারা সকলেই ভুয়ো। অতি সম্প্রতি, প্রধানমন্ত্রীর বাসভবনে থাকা বিলাসবহুল ও অপ্রয়োজনীয় শতাধিক গাড়িও বিক্রি করে দিয়েছেন ইমরান খান৷ তালিকায় রয়েছে, বুলেট প্রুফ বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জের মতো দামি ব্র্যান্ডের গাড়ি। রয়েছে ভি-৮ মডেলের ল্যান্ডক্রুজার, ১৮-টি টয়োটা, একটি ২০০৪ লেক্সাস, একটি ২০০৬ লেক্সাস এসইউভি এবং দুটি ২০০৪ ল্যান্ড ক্রুজার, চারটি বুলেট প্রুফ ল্যান্ড ক্রুজার৷ এছাড়া হোন্ডা ও সুজুকি মডেলের গাড়ি রয়েছে ৪টি। একটি হিনো ব্রান্ডের বাস।

[রাষ্ট্রসংঘের মঞ্চে পাক বিদেশমন্ত্রীকে দেখে মুখ ফেরালেন সুষমা]

উল্লেখ্য, নির্বাচনী প্রচারপর্ব থেকেই পাক অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর কথা বলে আসছেন ইমরান খান৷ বলেছেন, প্রশাসনের উচ্চপর্যায়ে দুর্নীতি বন্ধ করতে হবে৷ দেশের মানুষকে দায়িত্ব নিতে হবে৷ সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর মসনদে বসেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন ইমরান৷ বিমানের প্রথম শ্রেণিতে আমলা ও মন্ত্রীদের যাতায়াত বন্ধ করার নির্দেশ দেন৷ যদিও এরপর নয়া বিতর্ক মাথা চাড়া দেয়, যখন মাত্র ১৫ কিলোমিটার পথ হেলিকপ্টারে করে সফর করেন খোদ প্রধানমন্ত্রী৷ ইমরানের বিরোধীরা অভিযোগ করেন, লোক দেখানো পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী৷ পুরোটাই আইওয়াশ৷ এখানেই শেষ নয়, পাকিস্তানের জলসংকট মেটাতে প্রবাসী পাক নাগরিকদের অর্থ সাহায্যের অনুরোধ করেন তিনি৷ বলেন, সরকারি কোষাগারে অর্থের অভাবে দেশের নদীগুলিতে বাঁধ তৈরি করা যাচ্ছে না৷ ফলে প্রবল জলসংকটে ভুগছেন পাক নাগরিকরা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement