Advertisement
Advertisement

রোহিঙ্গাদের ত্রাণসামগ্রী দিতে গিয়ে খাদে ট্রাক, মৃত ৯

চলছে উদ্ধারকার্য৷

Bangladesh: Truck transporting aid suffers accident, 9 killed
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2017 11:44 am
  • Updated:July 11, 2018 3:33 pm  

সুকুমার সরকার, ঢাকা: দুর্ঘটনার কবলে পড়ল রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া একটি ট্রাক৷ ঘটনাটি ঘটেছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়িতে৷ বৃহস্পতিবারের এই ঘটনায় মৃত্যু হয়েছে নয় জনের৷ আহত হয়েছেন বেশ কয়েকজন৷

[এবার রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারকেই বিঁধলেন ডোনাল্ড ট্রাম্প]

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকাল প্রায় ৮টা নাগাদ ছাখদালা সীমান্ত চৌকির পাশে সেতু পার করছিল ট্রাকটি৷ মাঝরাস্তায় হঠাৎ সেতুটির একাংশ ধসে পড়ে৷ ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রাণসামগ্রী বোঝাই গাড়িটি গভীর খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের৷ দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী সংস্থা রেড ক্রিসেন্টের হয়ে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী বিলি করতে যাচ্ছিল৷ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল৷ শুরু হয়েছে উদ্ধারকার্য৷ ইতিমধ্যে বেশ কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছে প্রশাসন৷

[তিন ছেলে পুলিশ অফিসার, তবুও ভিক্ষা করেন মা]

মায়ানমারের রাখাইন প্রদেশে সরকারি বাহিনী ও রোহিঙ্গা বিদ্রোহীদের মধ্যে চলছে প্রবল সংঘাত৷ দু’পক্ষের বিরুদ্ধেই উঠছে ধর্ষণ, হত্যার মতো অভিযোগ৷ ওই সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশ ও ভারতে প্রবেশ করছে শরণার্থীরা৷ পরিসংখ্যান অনুযায়ী এপর্যন্ত প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে বাংলাদেশে৷ প্রতিদিনই আরও হাজার হাজার উদ্বাস্তু ঢুকে পড়ছে দেশে৷ ফলে প্রবল চাপে রয়েছে ঢাকা৷ শরণার্থীদের জন্য কক্সবাজারের কুতুপালংয়ে দুই হাজার একর জমিতে ১৪ হাজার বাড়ি বানানো হবে বলে জানিয়েছে সরকার৷ ইতিমধ্যে ভারত, ইন্দোনেশিয়া-সহ একাধিক দেশ রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণ পাঠাচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement