সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রখ্যাত অধ্যাপক মহম্মদ জাফর ইকবালের উপরে হামলার ঘটনায় গ্রেপ্তার মূল অভিযু্ক্ত। তার নাম ফয়জুর হাসান ওরফে শফিকুর। ধৃত যুবক মাদ্রাসার ছাত্র। ফয়জুর ছাড়াও আরও তিনজনকে আটক করেছে ব়্যাব। প্রাথমিক জেরায় অধ্যাপকের উপরে আক্রমণের কথা স্বীকার করে নিয়েছে ফয়জুর। ইতিমধ্যেই ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গ্রেপ্তারি প্রসঙ্গে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল (সিও) আলি হায়দার আজাদ জানান, অধ্যাপকের উপরে হামলার ঘটনা যে সেই ঘটিয়েছে, তা স্বীকার করে নিয়েছে ফয়জুর। এর বেশে তার মুখ থেকে কিছু বের করা যায়নি। বার বার দাবি করছে হামলার পিছনে সে একাই ছিল। যদিও এই হামলার পিছনে বেশ কয়েকজনের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। খুব শিগগির পুলিশের হাতে তুলে দেওয়া হবে ফয়জুরকে।
ইতিমধ্যেই ফয়জুর ছাড়াও আরও চারজনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে রয়েছে ফয়জুরের কাকা আবদুল বদর কাহার। আরও একজন আটক ফয়জুরের কাজের মালিক। যদিও সেখানে আর কাজ করত না ফয়জুর। জানুয়ারিতেই সে কাজ ছেড়ে দিয়েছিল।ধৃতের কাছে একটি চাবির রিং পাওয়া গিয়েছে। সেটি সাইকেলের চাবি। যদিও সেদিন হেঁটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকেছিল ওই যুবক। জেরায় নিজেকে মাদ্রাসার দাখিল পাশ বলেছে ধৃত। আলিম পড়াকালীন পড়াশোনা ছেড়ে দেয়। ঘটনার দিন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চের কাছাকাছি ছিল ফয়জুর। অধ্যাপক জাফর ইকবালের পিছনেই দাঁড়িয়েছিল সে। আচমকাই ছুড়ি নিয়ে তাঁর উপরে চড়াও হয়। এদিকে আটক তৃতীয় জনের পরিচয় প্রকাশ করেনি ব়্যাব।
অন্যদিকে ছুরিকাহত অধ্যাপকের অবস্থা এখন স্থিতিশীল। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। অনুষ্ঠান চলাকালীনই হামলার ঘটনা ঘটেছিল। আশঙ্কাজনক অবস্থায় তড়িঘড়ি অধ্যাপককে প্রথমে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের মাঝেই আক্রমণের ঘটনাটি ঘটে। এরমধ্যেই হামলাকারীর ছবিতে ছেয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া। সিলেটের বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু করে বুয়েট ও শাহবাগেও চলছে অধ্যাপক আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ।
#Bangladesh: Professor Muhammad Zafar Iqbal stabbed by an unidentified youth in Sylhet. He is out of danger. pic.twitter.com/dgWfO2aGWC
— APN NEWS (@apnnewsindia) March 4, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.