Advertisement
Advertisement

সিলেটে ইস্কনের মন্দিরে হামলা, জখম ১০

অভিযোগ, স্থানীয় এক মসজিদের আপত্তিতেই হামলা হয়েছে৷

Bangladesh ISKCON Temple Attacked, 10 Injured
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 3:20 pm
  • Updated:September 4, 2016 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা৷ এবারে কীর্তন গাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই গোষ্ঠী৷ সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি মহিলারাও৷

বাংলাদেশ পুলিশ সূত্রে খবর, ঘটনার সূত্রপাত হয় শুক্রবার বাংলাদেশের সিলেটে৷ সেখানকার এক ইস্কন মন্দিরে কীর্তন চলছিল৷ স্থানীয় এক মসজিদের পক্ষ থেকে কয়েকজন ব্যক্তি এসে তা বন্ধ করতে বলেন৷ এতে তাঁদের ধর্মাচরণে অসুবিধা হচ্ছে বলে জানান তাঁরা৷

Advertisement

তবে কীর্তন বন্ধ করতে রাজি হননি ইস্কনের অনুরাগীরা৷ এই নিয়েই দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়৷ বিষয়টি হাতাহাতির পর্যায়ে চলে যায়৷ দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জনের আহত হওয়ার খবর মিলেছে৷ আহতদের মধ্যে মহিলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে৷ দুই পক্ষের সংঘর্ষ থামাতে শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়তে হয় পুলিশকে৷ আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেই জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement