Advertisement
Advertisement

Breaking News

গ্রেফতারি পরোয়ানা জারি পারভেজ মুশারফের নামে!

এই রায় দিল বালুচিস্তান উচ্চ আদালত৷

Balochistan high court issues arrest warrant against former Pak president Pervez Musharraf
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 28, 2016 9:41 pm
  • Updated:November 28, 2016 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেফতারি পরোয়ানা জারি করা হল পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নামে৷ সোমবার বালুচিস্তান হাই কোর্টের তরফ থেকে এই রায় দেওয়া হয়৷ ২০০৬ সালে এক মিলিটারি অপারেশনের সময় বালুচ রাষ্ট্রনেতা নবাব আকবর খান বুগতিকে হত্যা করার অভিযোগ রয়েছে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ আর সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার এই রায় দিল বালুচিস্তান উচ্চ আদালত৷

বিচারপতি জামাল মান্দখয়েল এবং জহিরুদ্দিন কাকারের বেঞ্চ এদিন মুশারফের গ্রেফতারি পরোয়ানার পক্ষে রায় দেন৷ যদিও আকবর খান বুগতির আইনজীবী জানিয়েছেন, বহুবার মুশারফকে মামলা চলাকালীন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে৷ কিন্তু কখনই হাজিরা দেননি তিনি৷

Advertisement

প্রসঙ্গত, ২০০৬ সালে এক সামরিক অভিযানে বালুচ নেতা বুগতিকে হত্যা করা হয়েছে, এমনই অভিযোগ ওঠে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে৷ বুগতির হত্যার ঘটনায় দেশ জুড়ে মুশারফের বিরোধিতায় সরব হয়েছিলেন মানুষ৷ সেই মামলাকে কেন্দ্র করেই গ্রেফতারি পরোয়ানা জারি হল প্রাক্তন প্রেসিডেন্টের নামে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement