সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ভূমিকম্প। তার জেরে শক্তিশালী আফটার শক। এহেন পরিস্থিতিতেই সমস্যা বাড়াচ্ছে তুরস্কের (Turkey) আবহাওয়া। প্রবল বৃষ্টি আর ঠাণ্ডার জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। উদ্ধারকারীদের অনুমান, মৃতের সংখ্যা ২০ হাজার পার হয়ে যাবে। তবে অত্যন্ত খারাপ আবহাওয়ার কারণে মাঝে মাঝেই বন্ধ করতে হচ্ছে উদ্ধারকাজ। ভূমিকম্পের একাধিক ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেখে শিউরে উঠছে গোটা দুনিয়া।
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত তিনবার শক্তিশালী ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে ওঠে তুরস্ক। সবমিলিয়ে একশোর বেশি আফটার শক অনুভূত হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়। অসংখ্য বাড়ির নীচে চাপা পড়েছেন সাধারণ মানুষ। ধ্বংসস্তূপের নীচ থেকে ভেসে আসছে তাঁদের আর্তনাদ। সেই শব্দ শুনে উদ্ধারকারী দল বাঁচানোর চেষ্টা করছেন। কিছু সময়ে ধ্বংসস্তূপের মধ্যেই নিভে যাচ্ছে তাঁদের জীবনপ্রদীপ। এইভাবেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুমিছিল। চার হাজার ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। আহতের সংখ্যা ১৪ হাজার পার হয়ে গিয়েছে।
কোনও মতে প্রাণে বেঁচে হন্যে হয়ে মাথা গোঁজার ঠাঁই খুঁজছেন বহু মানুষ। সব হারিয়ে রাস্তায় নেমে আসতে হয়েছে। তার মধ্যেই কনকনে ঠাণ্ডার দোসর মুষলধারে বৃষ্টি। তুরস্কের ছবিতে দেখা যাচ্ছে, সামান্য কিছু জিনিস নিয়ে পথে পথে ঘুরছেন সাধারণ মানুষ। মাথা গোঁজার জায়গা না পেয়ে কনকনে ঠাণ্ডার মধ্যেই খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন তাঁরা। অনেকে আবার ধ্বংসস্তূপের সামনে ঠায় অপেক্ষায় বসে রয়েছেন, যদি একবার প্রিয়জনের গলার আওয়াজ শুনে উদ্ধার করা যায়।
WATCH: The only runway at Hatay Airport in southern Turkey tore open during the earthquake pic.twitter.com/TTykRNBYUQ
— BNO News Live (@BNODesk) February 6, 2023
ভূমিকম্পের একাধিক ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। তুরস্কের হাতায় বিমানবন্দরের রানওয়ে ভেঙে পড়ার একটি বিপজ্জনক ভিডিও ভাইরাল হয়েছে। বেশ কয়েকটি বিমানবন্দরে পরিষেবা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তার জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজও। ইতিমধ্যেই বিশ্বের প্রায় সমস্ত দেশ তুরস্কের পাশে দাঁড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মৃত্যুর সংখ্যা ৪০ হাজার পার হয়ে যেতে পারে। এই বিপর্যয় নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস। তুরস্কের উদ্দেশে রওয়ানা দিয়েছে একাধিক দেশের উদ্ধারকারী দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.