Advertisement
Advertisement
প্রাণ বাঁচানো

তিনতলার জানলা থেকে ছিটকে পড়ল শিশু! দেখুন হাড়হিম করা ভিডিও

কিশোরের উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল ইস্তানবুলের শিশুর৷

Baby Falls From Second Floor, Caught By Teenager
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 27, 2019 2:46 pm
  • Updated:June 27, 2019 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: আবাসনের তৃতীয় তলের জানলা থেকে ছিটকে পড়েও কিশোরের বুদ্ধিমত্তার জোরে প্রাণে বাঁচল বছর দুয়েকের এক শিশু। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ইস্তানবুলে। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই প্রকাশ্যে এসেছে ভয়ংকর এই ঘটনা। সূত্রের খবর, বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে শিশুটি।

[আরও পড়ুন: ফিরল আয়লানের স্মৃতি, নদীতে ভাসছে বাস্তুহারা বাবা-মেয়ের দেহ]

কয়েকদিন আগের ঘটনা। জানা গিয়েছে, বছর দুয়েকের ওই শিশুটির নাম ডোনা মহম্মদ। আর বছর ১৭-এর যে কিশোরের তৎপরতায় প্রাণ বেঁচেছে খুদের, তার নাম ফেউজি জাবাত। যে জায়গায় ঘটনাটি ঘটেছে সেই রাস্তার উপরের একটি দোকানে কাজ করে কিশোর জাবাত। ঘটনার দিন সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কথা বলছিল সে। সেই সময় আচমকা একটা শব্দ পায় জাবাত। নজরে পড়ে, পিছনের আবাসনের তৃতীয় তলের জানলা থেকে ছিটকে আসছে এক শিশু। থতমত খেয়ে গেলেও প্রথমেই তার মাথায় আসে,শিশুটি রাস্তার উপর পড়লে ঘটে যাবে ভয়ংকর দুর্ঘটনা। মুহূর্তে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে কোনওক্রমে শিশুটিকে ধরে ফেলে সে। রক্ষা পায় শিশুর প্রাণ। বিষয়টি চোখে পড়তেই ছুটে আসেন আশেপাশের মানুষজন। শিশুটিকে ধরে প্রাণ বাঁচালেও, তার কিছুটা আঘাত লেগেছে৷ তাই হাসপাতালে ভরতি করা হয়েছে৷

Advertisement

সূত্রের খবর, এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে ওই খুদে। ঘটনাটি ঘটার বেশ কয়েকদিন পর প্রকাশ্যে আসে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ। আর সেখানেই দেখা গেছে ভয়ংকর এই ঘটনার ছবি। এরপরই সন্তানের প্রাণ রক্ষার জন্য জাবাতকে উপহার দিয়েছেন খুদের পরিবার। জানা গিয়েছে, ঘটনার সময় রান্নার কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। সেই সময় অসাবধানতাবশত জানলার কাছে পৌঁছে যায় ওই খুদে। আর এরপরই যা ঘটেছে, তা সিসিটিভি ফুটেজের দৌলতে এখন সকলেরই জানা। বিপদের মুহূর্তের মাথা ঠান্ডা রেখে এভাবে কারও প্রাণ বাঁচাতে সক্ষম হওয়ায় খুশি ওই কিশোর জাবাতও৷ আত্মবিশ্বাস বেড়েছে, বলছে বছর ১৭-র তুর্কি কিশোর৷

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত, বেনজির সমর্থন চিন-পাকিস্তানের]

দেখুন ভিডিও

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement