Advertisement
Advertisement
Austria

৩২০ বছরের ইতিহাসের সাক্ষী, বন্ধ হল অস্ট্রিয়ার প্রাচীন সংবাদপত্র ওয়েনার জেইতুং!

এবার কেবল ওয়েনার জেইতুং-এর ডিজিটাল সংস্করণ পড়তে পারবেন পাঠক।

Austria’s Old Newspaper 'Wiener Zeitung' Goes to Print 1 Last Time | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2023 2:13 pm
  • Updated:July 2, 2023 2:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন শতকের বেশি সময় ধরে রোজ সকালে ছাপার আখরে দেখা দিয়েছে এই দৈনিক। এবার তাতে ছেদ পড়ল। ৩২০ বছর পরে থামল ওয়েনার জেইতুং-এর (Wiener Zeitung) প্রকাশনা।

১৭০৩ সালের ৮ আগস্ট অস্ট্রীয় (Austria) সরকারে তদারকিতে প্রথম প্রকাশিত হয় এই সংবাদপত্র। তবে প্রকাশনার ভাষা জার্মান। প্রাথমিকভাবে এই সংবাদপত্রকে ইম্পিরিয়াল কোর্টের মুখপত্র হিসাবে গণ‌্য করা হত। তখন অবশ‌্য নাম ছিল ‘ওয়েনারিশসেশ দিয়ারিয়াম’। আদালতের বক্তব‌্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই প্রথম আলোর মুখ দেখে এই পত্রিকা। যদিও পরে তা সাধারণ সংবাদপত্র হিসাবে প্রকাশিত হতে থাকে। ৩২০ বছর একটানা প্রকাশনার পর এবার এই সংবাদপত্রের মুদ্রিত সংস্করণ বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কারণ অবশ‌্য শুধুই আয় সংকট। তবে মুদ্রিত সংস্করণ বন্ধ হলেও বন্ধে হচ্ছে না এই প্রকাশনা সংস্থা।

Advertisement

[আরও পড়ুন: ফের বন্দুকবাজের হানা আমেরিকায়, মৃত অন্তত চার, আহত ২৯]

সময়ের সঙ্গে তাল মিলিয়ে ওয়েনার জেইতুং-এর ডিজিটাল সংস্করণ পড়তে পারবেন পাঠক। জুন মাসের শেষ দিনেই শেষবারের মতো ছাপার অক্ষরে সংবাদপত্র প্রকাশের কাজ সম্পূর্ণ করল তিন শতাব্দীপ্রাচীন এই পত্রিকা। সংস্থার মুদ্রিত সংস্করণ বন্ধ করার পাশাপাশি বেশ কিছু কর্মীকেও সংস্থা থেকে ছেঁটে ফেলল ওয়েনার জেইতুং। সম্পাদনা বিভাগের ৩৫ কর্মী-সহ মোট ৬৩ জন কর্মী কাজ হারিয়েছেন প্রাচীনতম এই সংবাদপত্র থেকে। এই সংবাদপত্রের আয় কমে যাওয়ার পিছনে অবশ‌্য কাজ করছে একটি সরকারি নিয়ম। অস্ট্রিয়া প্রশাসন সংবাদপত্রে আইনি ঘোষণা ছাপার ক্ষেত্রে খরচ অত‌্যন্ত কমিয়ে দেওয়ায় ওয়েনার জেইতুংয়ের আয় কমে যাচ্ছে এক কোটি ৮০ লক্ষ ইউরো। এমনই জানাচ্ছে সংবাদসংস্থা অ‌্যাসোসিয়েটেড প্রেস। এই নির্দেশ মানতে রাজি না হওয়াতেই ওয়েনার জেইতুংয়ের এডিটর ইন চিফ থমাস সেইফর্ট মুদ্রিত সংস্করণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমান সময়কে সাংবাদিকতার জগতে ‘তুফানি অধ‌্যায়’ হিসাবেও বর্ণনা করেছেন তিনি। শেষ মুদ্রিত সংস্করণে অভিনেতা এবং ক‌্যালিফোর্নিয়ার প্রাক্তন গভর্নর জন্মসূত্রে অস্ট্রীয় আর্নল্ড সোয়ার্ৎজেনেগার ও প্রাক্তন অস্ট্রীয় চ‌্যান্সেলর ফ্রাঞ্জ ভ্রানিৎজকি এবং উলফগ‌্যাং শুলৎজের সাক্ষাৎকার ছাপা হয়েছে। ওয়েনার জেইতুং বন্ধের পর অস্ট্রিয়ায় আর মাত্র ১৩টি সংবাদপত্র চালু রইল। যদিও জেইতুং কর্তৃপক্ষ চায় মাসে একদিন অন্তত মুদ্রিত সংস্করণ প্রকাশ করতে। এক লক্ষ ১৬ হাজার ৮৪০ দিনের সংস্করণে এই সংবাদপত্র অজস্র ইতিহাসের সাক্ষী। যা শেষ হল শুক্রবার রাতে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement