Advertisement
Advertisement

ভিয়েনায় জেহাদি হামলার জের, মসজিদ বন্ধ করছে অস্ট্রিয়ার সরকার

মৌলবাদীদের বাড়বাড়ন্ত রুখতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

Austria to shut 'radical' mosques after Vienna attack । Sangbad Pratidin
Published by: Soumya Mukherjee
  • Posted:November 7, 2020 2:04 pm
  • Updated:November 7, 2020 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ কয়েক দশকের মধ্যে এই প্রথম এত বড় কোনও জঙ্গি হামলার ঘটনা ঘটেছে অস্ট্রিয়ায়। গত সোমবারের ওই হামলায় মাত্র চার জনের মৃত্যু হলেও প্রবল আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জাতীয় নিরাপত্তার স্বার্থে মৌলবাদের আখড়ায় পরিণত হয় মসজিদগুলিকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রিয়ার সরকার। ইতিমধ্যে একটি মসজিদকে বন্ধও করে দেওয়া হয়েছে।

শুক্রবার এপ্রসঙ্গে অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানানো হয়, এই সপ্তাহের প্রথমেই রাজধানী ভিয়েনাতে সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটেছে। এরপরই জাতীয় নিরাপত্তার স্বার্থে একটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়। কিছুদিনের মধ্যে আরও মসজিদ বন্ধ করার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে। খুব তাড়াতাড়ি এবিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কার্ল নেহামার ও ইন্ট্রিগ্রেশন মিনিস্টার সুসান রবাব সাংবাদিক বৈঠক করে বিস্তারিত তথ্য দেবেন।

Advertisement

[আরও পড়ুন: ডেমোক্র্যাটদের ‘দখলে’ হোয়াইট হাউস, বিডেনকে জয়ী ঘোষণা করল ‘ডিসিশন ডেস্ক’]

এবিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে অস্ট্রিয়া সরকারের স্বীকৃতিপ্রাপ্ত ইসলামিক ধর্মীয় সম্প্রদায়। তাতে উল্লেখ করা হয়েছে, ওই মসজিদটির কর্তৃপক্ষ মৌলবাদী কাজকর্মে মদত দিচ্ছিল বলে অভিযোগ পাওয়ার পরেই বিষয়টি নিয়ে নড়াচড়া শুরু হয়। দেখা যায়, ওই মসজিদ কর্তৃপক্ষ ধর্মীয় মতবাদ ও গঠনতন্ত্রের নিয়ম ভেঙেছে। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মসজিদটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মূল হত্যাকারী ছিল কুজতিম ফেজুলাই। বছর কুড়ির ফেজুলাইকে গুলি করে খতম করেছে পুলিশ। সে ছিল ইসলামিক স্টেটের আত্মঘাতী জঙ্গি। ‘লোন উলফ’ হামলাকারী ছিল সে। ভিয়েনার রাস্তায় কালাশনিকভ রাইফেল হাতে এলোপাথাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে সে নিজেই। অতীতে জেল খাটা আসামি ফেজুলাই ম্যাসিডোনিয়া থেকে এসে অস্ট্রিয়ায় অভিবাসী হিসাবে বাস করছিল। পুলিশি তদন্তে উঠে এসেছে এমনই সব তথ্য। তার গুলিতে জখম হন অন্তত ১০ নিরীহ পথচারী।

[আরও পড়ুন: রবিবার ভোট মায়ানমারে, রোহিঙ্গা নিপীড়নের আবহে ফের ক্ষমতা দখলের পথে সু কি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement