Advertisement
Advertisement
Australia Visa

অর্ধেক করতে হবে অভিবাসী সংখ্যা, নতুন ভিসা নীতি অস্ট্রেলিয়ার, কতটা সমস্যায় ভারতীয়রা?

দ্রুতই কার্যকরী হবে নয়া ভিসা নীতি।

Australia to introduce new visa rules to curb migrants | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 12, 2023 1:12 pm
  • Updated:December 12, 2023 1:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্ধেক করে ফেলতে হবে দেশের অভিবাসী সংখ্যা। সেই জন্য ভিসার নিয়মে একাধিক রদবদল করতে চলেছে অস্ট্রেলিয়া। সেদেশের সরকারের মতে, একেবারে ভেঙে পড়েছে দেশের অভিবাসী নিয়ন্ত্রণের ব্যবস্থা। তাই পড়ুয়া ও শ্রমিকদের জন্য ভিসায় কড়াকড়ি করতে চলেছে অস্ট্রেলিয়া সরকার। ফলে বিপাকে পড়তে পারেন ভারতীয় পড়ুয়ারাও।

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার (Australia) প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ বলেন, অত্যধিক চাপে ভেঙে পড়েছে দেশের অভিবাসী ব্যবস্থা। সেটা সারিয়ে তোলা দরকার। তার পরেই স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল জানান, অস্ট্রেলিয়ার অভিবাসীর  সংখ্যা কমাতে নতুন নীতি প্রণয়ন করা হবে। তাঁর মতে, এই নতুন ভিসা নীতির ফলে প্রায় অর্ধেক হয়ে যাবে অভিবাসীর  সংখ্যা। দ্রুতই ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকরী হবে সেদেশে। 

Advertisement

[আরও পড়ুন: পাকিস্তানের থানায় ভয়াবহ ফিদায়েঁ হামলা, মৃত অন্তত ৪ পুলিশকর্মী, চলছে লড়াই]

নতুন এই নীতির আওতায় পড়বেন বিদেশি পড়ুয়া ও কম দক্ষতাসম্পন্ন শ্রমিকরা। কোভিড অতিমারীর পরে প্রচুর বিদেশি পড়ুয়া অস্ট্রেলিয়ায় গিয়ে পড়াশোনা শুরু করেন। তবে আগামী দিনে বিপাকে পড়বেন তাঁরা। সমস্যা হবে ভারতীয় পড়ুয়াদেরও। কারণ নতুন ভিসার নিয়মে পড়ুয়াদের ইংরাজি জ্ঞান আরও বেশি হতে হবে। তাছাড়াও আগের মতো দীর্ঘসময় ধরে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন না বিদেশি পড়ুয়ারা। একই নিয়ম লাগু হবে কম দক্ষতার শ্রমিকদের জন্যও।

তবে নতুন নিয়মে প্রচুর সুবিধা পাবেন অতিরিক্ত দক্ষ শ্রমিকরা। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে খতিয়ে দেখা হবে তাঁদের ভিসার আবেদন। এই শ্রমিকরা যেন পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় থেকে যেতে পারেন, সেরকম সুযোগও দেওয়া হবে তাঁদের।

[আরও পড়ুন: তুঙ্গে তালিবান-পাকিস্তান সংঘাত, এবার আসরে আমেরিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement