Advertisement
Advertisement

ফিরল দুঃস্বপ্নের রাত! আততায়ীর হানায় রক্তাক্ত প্যারিস

নেপথ্যে আইএস৷

  Attacker brandishing knife sparks panic in Paris
Published by: Tanujit Das
  • Posted:September 10, 2018 9:43 am
  • Updated:September 10, 2018 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছুরি উঁচিয়ে, হাতে রড নিয়ে প্যারিসের জনবহুল রাস্তা দিয়ে ছুটছে এক অজ্ঞাত পরিচয় আততায়ী৷ সামনে যাকে পাচ্ছে তাকেই ছুরির কোপ মারছে বা রড দিয়ে আঘাত করছে৷ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়ছেন আহতরা৷ রবিবার রাতে এমনই দুষ্কৃতী হামলার সাক্ষী থাকল প্যারিস৷ অন্যান্য পথচারীদের তৎপরতায় ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ৷ জানা গিয়েছে, সে আফগান নাগরিক৷ ঘটনার সঙ্গে কোনও জঙ্গিযোগ রয়েছে কিনা এখনও পর্যন্ত তা স্পষ্ট করেনি পুলিশ৷ এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন সাতজন পথচারী৷ চিকিৎসার জন্য সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে৷

[কোথায় সেই সামরিক আস্ফালন? ম্যাড়মেড়ে কিমের দেশের কুচকাওয়াজ]

Advertisement

জানা গিয়েছে, শহরের উত্তরাংশে যেখানে ঘটনাটি ঘটেছে সেখানে পরপর দুটি সিনেমা হল রয়েছে৷ রাত এগারোটা নাগাদ শো শেষ হয় হল দুটিতে৷ হল থেকে বেড়িয়ে প্রচুর দর্শক রাস্তায় ভিড় করেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই তাঁরা প্রচণ্ড হট্টগোল শুনতে পান৷ তারপর দেখেন একজন ব্যক্তি হাতে ছুরি ও রড নিয়ে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে এবং হাতের কাছে যাকেই পাচ্ছে তাঁকেই কোপ মারছে ও রড দিয়ে আঘাত করছে৷ এরপরেই কয়েকজন ওই দুষ্কৃতীর পিছনে ধাওয়া করে তাকে পাকড়াও করেন৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ আততায়ীকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ব্রিটিশ পর্যটক-সহ মোট সাতজন৷ সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে যাওয়া হয় হাতপাতালে৷ সেখানেই চলে তাঁদের চিকিৎসা৷

[দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, ট্রাম্পকে তোপ ওবামার]

জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ ধৃত বিরুদ্ধে খুনের ধারায় মামলা রুজু হয়েছে৷ দুষ্কৃতীর সঙ্গে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷ ব্যক্তির নাম না প্রকাশ করলেও সে আফগান নাগরিক বলে জানিয়েছে পুলিশ৷ তবে গত কয়েক মাসে এমন আততায়ী হানায় বারবার আতঙ্ক ছড়াতে দেখা গিয়েছে প্যারিসে৷ যা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রশাসনকে৷ গত মাসেই, পুলিশের গুলিতে মৃত্যু হয় একজন আততায়ীর৷ তার সঙ্গে জঙ্গি সংগঠন আইএস যোগ ছিল বলে পুলিশ পরে জানায়৷ মানসিক বিকারগ্রস্ত ওই ব্যক্তি ২০১৬ থেকে পুলিশের নজরে ছিল বলে জানা গিয়েছে৷ এছাড়া, আগস্ট ও জুলাই মাসেও একাধিক আততায়ী হানার ঘটনা ঘটেছে প্যারিসে৷ বিখ্যাত কার্টুন ম্যাগাজিনের অফিসে হামলাই হোক বা সিনেমা হলে হামলা ২০১৫ থেকে আইএস জঙ্গি সংগঠনের হিট লিস্টে রয়েছে প্যারিস৷ বারবার রক্তাক্ত হয়েছে এই শান্তির শহর৷ যাতে সাম্প্রতিক সংযোজন এই আততায়ী হানা৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement