Advertisement
Advertisement
US

হামলা বাড়ছে, ভীত হিন্দুরা, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বাইডেনকে তোপ মার্কিন কংগ্রেসম্যানের

বাইডেন প্রশাসনকে দায়ী করে সরব তাঁর দলেরই জনপ্রতিনিধি।

Attack on Hindus increasing in US, says Congressman of Biden party

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 16, 2024 3:36 pm
  • Updated:April 16, 2024 3:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন মুলুকে (US) হিন্দুদের উপর আক্রমণ বাড়ছে। আচমকা হামলা নয়, পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে হিন্দুদের উপর। আতঙ্কে ভুগছেন আমেরিকানিবাসী ভারতীয় হিন্দুরা। চাঞ্চল্যকর অভিযোগ আনলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য শ্রী থানেদার। তাঁর কথায়, একের পর এক হামলা হলেও কোনও পদক্ষেপ করেনি প্রশাসন।

জো বাইডেনের (Joe Biden) দলের জনপ্রতিনিধির কথায়, “গোটা আমেরিকাজুড়ে প্রচুর হিন্দু মন্দিরে হামলা হয়েছে। এবার আমাদের দিকের নজর দেওয়া উচিত। আতঙ্কে ভুগছেন আমেরিকার হিন্দুরা। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। কোনও সন্দেহভাজনের নাম প্রকাশ বা গ্রেপ্তারি হয়নি। সমস্যা সমাধানও হয়নি।” মার্কিন কংগ্রেসের সদস্যের আশঙ্কা, এটাই শুরু। আগামী দিনে আরও বড়সড় হামলার মুখে পড়তে পারেন আমেরিকার হিন্দুরা (Hindu)।

Advertisement

[আরও পড়ুন: ‘এবার হামলা হলে…’, ইজরায়েলকে ‘নতুন’ অস্ত্র দেখানোর হুঁশিয়ারি ইরানের]

শ্রী বলছেন, “গত কয়েকমাসে মন্দিরে হামলার ঘটনা অনেক বেড়ে গিয়েছে। আমার মনে হচ্ছে, এই তো সবে শুরু। আগামী দিনে আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হবে। হিন্দু ধর্ম খুবই শান্তিপূর্ণ। কিন্তু বারবার হিন্দুদের ভুল বোঝা হয়। কখনও ইচ্ছাকৃতভাবেও হিন্দুদের বিরোধিতা করা হচ্ছে। কিন্তু এখন আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। হিন্দুদের একজোট হতে হবে।” ইতিমধ্যেই হিন্দু বিরোধী কার্যকলাপ নিয়ে আমেরিকার বিচার বিভাগের কাছে চিঠি লিখেছেন শ্রী-সহ পাঁচ মার্কিন কংগ্রেস সদস্য। এই তালিকায় সকলেই ভারতীয় বংশোদ্ভূত।

গত বছর থেকেই একাধিক মন্দির ভাংচুরের অভিযোগ উঠেছে আমেরিকায়। চলতি বছরের শুরু থেকেই একের পর ভারতীয়র মৃত্যু হয়েছে সেদেশে। অনেক ক্ষেত্রেই অভিযোগ উঠেছে, হয়তো ভারতীয় বলেই নিশানা করা হয়েছে তাঁদের। তবে রহস্যজনকভাবে মৃত্যু হলেও কোনও তদন্ত হয়নি এই ঘটনাগুলোর ক্ষেত্রে। মার্কিন সরকারের তরফে নিশ্চিন্ত থাকার বার্তা দিলেও ভারতীয়দের উদ্বেগ বেড়েই চলেছে। এহেন পরিস্থিতিতে মুখ খুলেছেন শ্রী।

[আরও পড়ুন: সরবজিৎ খুনের মূল অভিযুক্তকে লাহোরে হত্যা করেছে ভারতই! বিস্ফোরক অভিযোগ পাকিস্তানের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement