Advertisement
Advertisement

মাদারের সেন্টহুডে জমায়েত পাঁচ লক্ষ

ভ্যাটিকানের বিশেষ আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে রোমের উদ্দেশে রওনা হবেন৷

Atleast 5 lakhs people will gather at the Vatican City on Mother's SaintHood ceremony
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 31, 2016 7:18 pm
  • Updated:August 31, 2016 8:59 pm  

কিংশুক প্রামাণিক: সেন্ট পিটার্স স্কোয়ারে আগামী রবিবার পাঁচ লক্ষেরও বেশি মানুষ সমবেত হচ্ছেন মাদার টেরিজার সেন্টহুড প্রাপ্তি অনুষ্ঠানে৷ ইতালির সময় সকাল সাড়ে দশটায় ভ্যাটিক্যান সিটিতে পোপ ফ্রান্সিস মূল প্রার্থনাপর্ব শুরু করবেন৷ প্রায় আড়াই ঘণ্টা এই অনুষ্ঠান চলবে৷ মিশনারিজ অফ চ্যারিটির একটি দল ইতিমধ্যেই রোমে পৌঁছে গিয়েছে৷ মাদারের সেন্টহুড প্রাপ্তিকে ঘিরে ভ্যাটিকানের আয়োজনে তারা মুগ্ধ৷

ভারত থেকে সরকারিভাবে প্রায় ১০০ জনের দল এই উপলক্ষে রোমে যাচ্ছে৷ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরৎ কৌর বাদল, গোয়ার উপমুখ্যমন্ত্রী ফ্রান্সিস ডি’সুজা রোম যাচ্ছেন৷ ভারতীয় দূতাবাস সূত্রে খবর, এছাড়াও আট জন সাংসদ রয়েছেন৷ যাঁদের মধ্যে উল্লেখ্যযোগ্য লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার ডেরেক ও’ব্রায়েন প্রমুখ৷ এর বাইরে উল্লেখযোগ্য ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন প্রাক্তন সলিসিটার জেনারেল হরিশ সালভে, রেভারেন্ড থিওডোর মারকানাস, সুপ্রিম কোর্টের বিচারপতিকুরিয়ন জোসেফ প্রমুখ৷

Advertisement

ক্যাথলিক খ্রিস্টানধর্মীদের পবিত্রভূমি ভ্যাটিকানে এখন সাজ সাজ রব৷ মাদারের ছবিতে সেজে উঠছে এলাকা৷ রোমের পথেও এক ছবি৷ মাদারের সেন্টহুড প্রাপ্তির অনুষ্ঠানে ইতালি সরকারের পক্ষ থেকেও উচ্চ পর্যায়ের প্রতিনিধিত্ব থাকবে বলে জানা গিয়েছে৷ জানা গিয়েছে, এই বিরাট কর্মসূচি ঘিরে নিরাপত্তারও ঢালাও ব্যবস্থা করা হয়েছে৷

মাদার টেরিজার প্রতি প্রবল শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর৷ ভ্যাটিকানের বিশেষ আমন্ত্রণে মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সকালে রোমের উদ্দেশে রওনা হবেন৷ ভারতীয় দূতাবাস সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ইতালির রাষ্ট্রদূত অনিল বাদোয়ার বাড়িতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই অবশ্য রোমে মিশনারিজ অফ চ্যারিটির সেলিব্রেশন শুরু হয়ে যাবে৷ মাদারের সম্মানে প্রকাশ করা হবে বিশেষ ডাকটিকিট৷ জানা গিয়েছে, ২০০৩ সালে সেন্ট পিটার্স স্কোয়ারে তিন লক্ষের বেশি মানুষ সমবেত হয়েছিলেন৷ এবার তা পাঁচ লক্ষ ছাড়িয়ে যাবে৷ মাদারের নামে একটি মিউজিক্যাল সিডি প্রকাশ করবেন অভিনেতা পলি সেলি৷ সব মিলিয়ে আয়োজন সম্পূর্ণ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement