সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারের খোঁজে মরুভূমিতে গিয়ে প্রাণনাশ। সিরিয়ায় অন্তত ৩১ জনকে নৃশংসভাবে খুন করল আইএস (IS)। মৃতদের মধ্যে ১২ জন আবার সরকার পক্ষের যোদ্ধা বলে জানা গিয়েছে। সিরিয়ার সরকারি সংবাদমাধ্যম এবং ব্রিটেনের সিরিয়ার পর্যবেক্ষকরা এই তথ্য নিশ্চিত করেছেন। হামা শহরের কাছে এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে।
দীর্ঘ প্রায় ১২ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া (Syria)। সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ লেগেই রয়েছে। তাতে প্রাণহানির সংখ্যাও কিছু কম নয়। তবে এবার হামায় যা ঘটল, তা রোমহর্ষক। মরুভূমিতে বহুমূল্য শুকনো খাবার সংগ্রহ করতে যাওয়া অন্তত ৩১ জনকে গলা কেটে (Throat Slit) খুন করল আইএস জঙ্গিরা। রক্তে ভাসল হলদে ধূ ধূ মরুভূমির বালি। এনিয়ে আইএসের হাতে ২৩০ জন সাধারণ নাগরিকের প্রাণ গেল বলে জানাচ্ছে ব্রিটিশ সংস্থাটি।
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া। মরুভূমিতে ট্রাফলস বা আলু জাতীয় একপ্রকারের শুকনো ফল পাওয়া যায়, যা বহুমূল্য। বালির ভিতর থেকে তা সংগ্রহ করতে হয়। সিরিয়ার মরুভূমিতে পৃথিবীর সর্বোৎকৃষ্ট ট্রাফলস (Truffles) পাওয়া যায় বলে তার দর অনেক চড়া। কেজি প্রতি দাম কমপক্ষে ২৫ ডলার। ক্ষেত্র বিশেষে দাম আরও বেশি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মরুভূমিতে এই ট্রাফলস সংগ্রহের মরশুম। আর সেটাকেই টার্গেট করে জঙ্গিরা। মরুভূমিতে ল্যান্ডমাইনের (Landmines) ফাঁদ পেতে রাখে। তাতে পা দিলেই নিশ্চিত মৃত্যু। এভাবেই এতদিন ট্রাফলস সংগ্রহের মরশুমে হত্যালীলা চালিয়েছে আইএস জঙ্গিগোষ্ঠী।
কিন্তু এবার তারা একেবারে সরাসরি আক্রমণের পথে হাঁটল। মরুভূমিতে আচমকা অস্ত্রবোঝাই গাড়ি নিয়ে হামলা চালাল। রবিবার হামায় এভাবেই তাণ্ডব চালিয়ে ট্রাফলস সংগ্রহকারীদের গলা কেটে খুন করল জঙ্গিরা। আসলে, সিরিয়ার একটা বড় অংশ বিদ্রোহী গোষ্ঠীর দখলে চলে যাওয়ার পরও পিছু হঠতে হয়েছে তাদের। ২০১৯ সালে আমেরিকার সাহায্যে রাজধানী-সহ একাধিক জায়গা পুনর্দখল করে সিরীয় সেনা। তাতেই আরও মারমুখী হয়ে ওঠে আইএস জঙ্গিরা। যার ফলাফল এই হত্যাকাণ্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.