Advertisement
Advertisement

Breaking News

Spain

প্রবল বৃষ্টিতে ভয়ঙ্কর হড়পা বান স্পেনে, মৃত অন্তত ৫১, নিখোঁজ বহু

কার্যত ধ্বংসস্তুপে পরিণত হল স্পেনের পূর্ব ও দক্ষিন অংশ।

At least 51 people dead in flash floods in Spain
Published by: Amit Kumar Das
  • Posted:October 30, 2024 4:06 pm
  • Updated:October 30, 2024 5:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ বিপর্যয় স্পেনে। হড়পা বানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হল স্পেনের পূর্ব ও দক্ষিন অংশ। ঘটনায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি নিখোঁজ আরও বহু মানুষ। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। হড়পা বানের জেরে বহু গ্রাম চলে গিয়েছে জলের নিচে।

স্পেনের আবহাওয়া দপ্তরের তরফে জানা যাচ্ছে, গত মঙ্গলবার ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে চিভা ও ভ্যালেন্সিয়া অঞ্চলে। এমন রেকর্ড বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে ওই অঞ্চলের নদীগুলি যার জেরেই এই প্রাকৃতিক বিপর্যয়। হড়পা বানের জেরে ভেসে যায় গ্রামের পর গ্রাম। বহু গাড়ি এমনকি রেললাইনও ভেসে যায়। লাইনের উপর ময়লা জমে থাকার জেরে ৩০০ যাত্রী-সহ লাইনচ্যুত হয় একটি ট্রেন। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে স্পেন।

Advertisement

বিপর্যয়ের পর জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে স্পেন সরকার। হেলিকপ্টার নামানোর পাশাপাশি, হাজারেরও বেশি জওয়ান মোতায়েন করা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায়। দ্রুত গতিতে উদ্ধার কাজ বিশেষ কমিটি গঠন করা হয়েছে সরকারের তরফে। গোদের উপর বিষফোঁড়ার মত এর মাঝে আরও বৃষ্টির পূর্বাভাষ জারি করেছে সেখানকার আবহাওয়া দপ্তর।

প্রাকৃতিক বিপর্যয়ের জেরে যারা এখনও নিখোঁজ তাঁদের খোঁজে জোর কদমে তল্লাশি শুরু করেছে প্রশাসন। যে সব জায়গায় পৌঁছন সম্ভব হচ্ছে না সেখানে ড্রোনের মাধ্যমে চলছে তল্লাশি। ড্রোনের ফুটেজে দেখা গিয়েছে, উদ্ধারের আশায় বাড়ির ছাদ, ট্রাক ও ব্রিজের মাথায় উঠে বসে রয়েছেন। এই অবস্থায় প্রশাসনের দাবি, নিখোঁজের সঠিক সংখ্যা এখনই বলা সম্ভব নয়। তা ১০০ থেকে ১০০০ যে কোনও কিছু হতে পারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement