Advertisement
Advertisement
বিমান

জরুরি অবতরণের সময় বিমানে ভয়াবহ আগুন, মৃত অন্তত ৪১

বিমানবন্দরজুড়ে ভয়ঙ্কর কালো ধোঁয়া, দেখুন ভিডিও।

at least 41 passenger died as Sukhoi passenger jet catches fire
Published by: Subhajit Mandal
  • Posted:May 6, 2019 9:00 am
  • Updated:May 6, 2019 9:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব কিছু ঠিকই ছিল। সমস্যার সূত্রপাত টেক অফের পর। রানওয়েতে জরুরি অবতরণের সময় আগুনের গ্রাসে রাশিয়ার এরোফ্লোট উড়ান সংস্থার যাত্রীবিমান। প্রশাসন সূত্রে খবর, এখনও অবধি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪১ জন। নিহতদের মধ্যে অন্তত ২টি শিশু রয়েছে বলে খবর। দুর্ঘটনায় জখম হয়েছেন অন্তত পক্ষে ছয় জন আরোহী।

[আরও পড়ুন: রানওয়েতে নামতে গিয়ে দুর্ঘটনা, ১৩৬ জন যাত্রী-সহ নদীতে পড়ল বিমান]

রবিবার উত্তর-পশ্চিম রাশিয়ার শহর মারমানস্কের শেরেমেতিয়েভো আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় আচমকা আগুন লেগে যায় সুখোই সুপারজেট বিমানের পিছনের অংশে। রাশিয়ার সরকারি টিভি চ্যানেলে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিমানের লেজের উপর দিক থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। রানওয়েতে দাঁড়ানো বিমানটিতে এরপর দাউদাউ করে আগুনের শিখা জ্বলতে দেখা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমান থেকে তড়িঘড়ি ৭৮ জন যাত্রী ও বিমানকর্মীকে নামিয়ে আনার চেষ্টা হয়। কিন্তু উদ্ধারকাজ শুরুর আগেই একের পর এক আরোহী মৃত্যুর মুখে ঢলে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। এখনও ৬ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি। তাঁদের অবস্থা সংকটজনক। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের উদ্যোগ নিয়েছে রাশিয়ার বিমানমন্ত্রক।

Advertisement

[আরও পড়ুন: কলম্বোয় ফিদায়েঁ হামলার আগে কাশ্মীর-কেরলে ভ্রমণ! চাঞ্চল্যকর তথ্য শ্রীলঙ্কার]

স্থানীয় সূত্রের খবর, ৩১ জনকে নিরাপদে নামিয়ে আনা গিয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরই বিমানসংস্থা এরোফ্লোট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, টেকনিক্যাল সমস্যার জন্য বিমানটিকে দ্রুত অবতরণ করানো হয়। তবে, ঠিক কী কারণে বিমানটিকে নামিয়ে আনা হয়েছে, তা অবশ্য স্পষ্ট করেনি বিমানসংস্থাটি। সূত্রের খবর, বিমানটি ওড়ার পরই টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তখনই অবতরণের চেষ্টা করতে থাকেন পাইলটরা। বেশ কয়েকবার চেষ্টা করেও সফল অবতরণ সম্ভব হয়নি।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement