Advertisement
Advertisement
earthquake

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু অন্তত ২৯৬ জনের, শোকপ্রকাশ মোদির

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ মাত্রা বলে জানা গিয়েছে।

At least 296 killed as powerful earthquake strikes Morocco | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:September 9, 2023 9:12 am
  • Updated:September 9, 2023 9:31 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরক্কোয় (Morocco) ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারালেন অন্তত ২৯৬ জন। আহত বহু। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮ মাত্রা বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই এহেন বিধ্বংসী ভূমিকম্পে তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

ভয়াবহ এই ভূমিকম্প (Earthquake) ফেরাল তুরস্কের ভূমিকম্পের স্মৃতি। জানা গিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ১১ মিনিট নাগাদ বেশ কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। এর ১৯ মিনিট পর আফ্টার শক অর্থাৎ কম্পনের হালকা ঝটকা অনুভব করেন স্থানীয়রা। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৯। সে দেশের স্বরাষ্টমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৯৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন ১৫৩ জন। তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে। ভূমিকম্পে শহরতলি বেশি ক্ষতিগ্রস্ত বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: ভারতকে স্থায়ী পদ দেওয়া হোক, নিরাপত্তা পরিষদে সংস্কার চেয়ে সরব বাইডেন]

গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। X প্ল্যাটফর্মে তিনি লেখেন, “মরক্কোর ভয়ংকর ভূমিকম্পে নিহতদের খবরে আমি অত্যন্ত দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। এমন কঠিন পরিস্থিতিতে সবরকম সাহায্যের জন্য ভারত পাশে রয়েছে।”

[আরও পড়ুন: গ্রেপ্তার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, আটক পুত্রও]

মারাকেশ এবং ওকাইমেডেনে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে। ইউএসজিএসের তরফে জানা গিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement