সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিশরের রাজধানী কায়রোতে চলন্ত ট্রেনে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ২৫ জনের। আহত হয়েছেন আরও ৪৭ জন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে মধ্য কায়রোর প্রধান রেল স্টেশন রামসেস-এ। কায়রো রেলরোড হাসপাতালের প্রধান মহম্মদ সইদ জানান, আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কথায়, মধ্য কায়রোর রামসেস স্টেশনের উপর দিয়ে যাওয়ার সময়ে প্লাটফর্মের রেলিংয়ে ধাক্কা মারে একটি চলন্ত ট্রেন। এর ফলে ওই ট্রেনটির তেলট্যাঙ্কে আচমকা বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। নিমেষে কালো ধোঁয়ায় ভরে যায় ওই এলাকার আকাশ।
[‘জইশ বড় বিপদ’, চিন-রাশিয়ার কাছে পাকিস্তানের বিরুদ্ধে সরব ভারত]
কায়রোর স্থানীয় একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ট্রেনটি ধাক্কা খাওয়ার পরে ট্যাঙ্ক থেকে তেল উপচে পড়ে। এর ফলে ট্রেনটির কিছু কামরায় নিমেষে আগুন লেগে যায়। তবে ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল কি না তা এখনও স্পষ্ট নয়।
ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী মিনা ঘালি বলেন, “আমি মধ্য কায়রোর রামসেস স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিলাম। স্টেশনটি দিয়ে যাওয়ার সময় প্লাটফর্মের একটি রেলিংয়ে ধাক্কা মারে ট্রেনটি। এর ফলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। তারপরই চোখের সামনে মৃতদেহগুলি ছিটকে মাটিতে এসে পড়তে থাকে। স্টেশনে থাকা প্রত্যেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও প্রবল বিস্ফোরণের ফলে প্রচুর মানুষ মারা যান। কমপক্ষে ন’জনকে তো চোখের সামনেই মরতে দেখি আমি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.