সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলফি তোলার পর ফেসবুক লাইভ করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ল এক সেনাকর্মী। এর জেরে মৃত্যু হল কমপক্ষে ২১ জনের। জখম হয়েছেন আরও ৩৩ জন। ভয়ানক ওই ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব থাইল্যান্ডের মং জেলার নাখন রাচসিমা (Nakhon Ratchasima) শহরে। ১৭ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকের পর কমান্ডো অভিযান চালানো হয় ওই সেনাকর্মী যেখানে লুকিয়ে ছিল সেই শপিংমলে। শনিবার রাতভর গুলির লড়াই চলার পর রবিবার ভোরে ওই যুবককে খতম করা হয়েছে বলে জানিয়েছে তাইল্যান্ড পুলিশ। জখমদের মধ্যে ন’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শপিংমলের ভিতরে আরও কেউ আটকে আছেন কিনা, তা জানতে শুরু হয়েছে তল্লাশি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ওই সেনাকর্মীর নাম জাক্রাপন্থ থোম্মা (৩২)। থাইল্যান্ডের স্থানীয় সময় রবিবার দুপুর তিনটে নাগাদ নাখন রাচসিমা শহরের এক সেনা ক্যাম্পে নিজের কমান্ডারকে প্রথম গুলি চালিয়ে খুন করে সে। তাকে বাধা দিতে গেলে দুই সহকর্মীর ওপরেও এলোপাথাড়ি গুলি চালায়। তার সেখান থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে পালায়। পরে সন্ধেবেলায় গিয়ে পৌঁছায় স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরে সেখানে কয়েকজনের ওপরে গুলি চালিয়ে পৌঁছে যায় পাশের টার্মিনাল ২১ নামে একটি শপিংমলে। থাইল্যান্ডে বর্তমানে একটি ধর্মীয় উৎসব উপলক্ষে ছুটির মরশুম চলছে। তাই ওই শপিংমলে যথেষ্ট ভিড় ছিল। এখানে পৌঁছানোর পর হাতে থাকা রাইফেল নিয়ে নিজের একটি সেলফি তোলে। তারপর ফেসবুক লাইভ করে সবার ওপরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। বেশ কয়েকটি গ্রেনেডও ছোঁড়ে। এর জেরে ঘটনাস্থলেই কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়। জখম হন আরও একাধিক জন। পরে ফেসুবকে ওই সেনাকর্মী লেখে, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। তবে কী এবার আত্মসমপর্ণ করা উচিত। তাঁর পোস্টের কিছুক্ষণ পর ফেসবুকের তরফে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। এখনও পর্যন্ত জাক্রাপন্থ থোম্মা নামে ওই সেনাকর্মী শপিংমলে লুকিয়ে আছে। তাকে গ্রেপ্তার করতে পারেনি।
এপ্রসঙ্গে থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চারণবীরাকুল জানান, ব্যাংকক থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত নাখন রাচসিমা শহরে ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ওই সেনাকর্মী কেন গুলি চালিয়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কমান্ডারের সঙ্গে কোনও বিষয় নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মৃতদের পরিবারের প্রতি সরকারের গভীর সমবেদনা রয়েছে। তাঁদের ক্ষতিপূরণের বিষয়ে চিন্তাভাবনা চলছে। জখমদেরও চিকিৎসা চলছে। আসলে থাইল্যান্ডে এই ধরনের ঘটনা আগে কখন ঘটেনি। তাই সবাই হতবাক হয়ে পড়েছে। দ্রুত ওই সেনাকর্মীকে ধরার চেষ্টা চলছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.